• বারাসতে কার্যালয়ের সামনে বিজেপি নেতা-নেত্রীর ঘনিষ্ঠ ছবি! পোস্টার দিয়ে বহিষ্কারের দাবি কর্মীদের
    প্রতিদিন | ২১ মে ২০২৫
  • অর্ণব দাস, বারাসত: ফের প্রকাশ্যে বিজেপির দলীয় কাজিয়া! মহিলা মোর্চার এক নেত্রীর সঙ্গে জেলা বিজেপির এক নেতার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ভাইরাল। শুধু তাই নয় সেই ঘটনার পর এবার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি-সহ পোস্টার পড়তে দেখা গেল বারাসত হরিতলার জেলা বিজেপির কার্যালয় এলাকায়। পোস্টারে দুই নেতা, নেত্রীকে দল থেকে বহিষ্কারের দাবি তোলা হয়েছে। তবে, কারা এই পোস্টার লাগিয়েছে, তা উল্লেখ করা হয়নি। যা নিয়ে দলের একাংশের বিরুদ্ধেই তোপ দেগেছেন ওই বেজেপি নেত্রী।

    বারাসত সাংগঠনিক জেলা বিজেপির নতুন সভাপতি ঘোষণা হওয়ার পর থেকেই গোষ্ঠীকোন্দল বেড়েছে দলের অন্দরে। যে মহিলা নেত্রীর ছবি ভাইরাল হচ্ছে তিনি নবনিযুক্ত সভাপতির ঘনিষ্ঠ বলে পরিচিত। সমাজমাধ্যমে ছবি ভাইরাল হওয়া নিয়ে ওই বিজেপি নেত্রীর আগেই জানিয়েছিলেন, তাঁর ছবিকে সম্পূর্ণভাবে বিকৃত করে ফেক প্রোফাইল থেকে ভাইরাল করা হয়েছে। সমস্ত বিষয়টি নিয়েই তিনি থানায় অভিযোগ জানিয়েছেন। তবে, এই পোস্টার কাণ্ড নিয়ে মুখে কুলুপ এঁটেছেন জেলা বিজেপির নেতৃত্বরা। তবে, নেত্রীর সঙ্গে বিজেপির যে নেতার ছবি নিয়ে এত শোরগোল সেই নেতা জানিয়েছেন, “গোটাটাই বিরোধীদের চক্রান্ত।” তাহলে গেরুয়া একাংশের মধ্যে প্রশ্ন উঠছে জেলা সভাপতিকে দুর্বল করত বা তার উপর চাপ বাড়াতে এই কুৎসা ছড়ানো হচ্ছে?

    বিধানসভা নির্বাচনের আগে বিজেপির দ্বন্দ্বকে কটাক্ষ করতে ছাড়েনি শাসকদল তৃণমূল। বারাসত শহর তৃণমূল সভাপতি অরুণ ভৌমিক জানিয়েছে, “বিজেপি দলে কোন শৃঙ্খলা নেই। এটা তারই প্রমাণ। ভোট যত এগিয়ে আসবে, এই ধরনের ঘটনা আরও বাড়বে।”
  • Link to this news (প্রতিদিন)