ভাঙা হবে আড়িয়াদহের ‘ত্রাস’ জয়ন্তের বাড়ি, আদালতের নির্দেশে পদক্ষেপের পথে পুরসভা
প্রতিদিন | ২১ মে ২০২৫
অর্ণব দাস, বারাকপুর: হাই কোর্টের নির্দেশ মেনে আড়িয়াদহের ‘ত্রাস’ জয়ন্ত সিংয়ের বাড়ি ভাঙার প্রক্রিয়া শুরু করতে চলেছে কামারহাটি পুরসভা। আদালতের বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী ৮ সপ্তাহের মধ্যে জয়ন্তের তিনতলা বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা জানিয়েছেন,”আদালতের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যেই বাড়িটি ভেঙে ফেলা হবে। খুব তাড়াতাড়ি প্রয়োজনীয় টেন্ডার প্রক্রিয়া করা হবে।”
কামারহাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের আড়িয়াদহের মৌসুমী মোড় সংলগ্ন প্রতাপ রুদ্র লেনে জয়ন্তর দু’টি বাড়ি। একটি পৈতৃক, সেটিতে খাটাল রয়েছে। আরেকটি পৈতৃক বাড়ির কাছেই জলাশয়ের একাংশ বুঝিয়ে পরিত্যক্ত জমিতে দুধ সাদা প্রাসাদ তৈরি করেছিল জয়ন্ত। অভিযোগ, বছর তিনেক আগে নাকি এই জমিটি নিজের কব্জায় করে রাতারাতি সেখানে নির্মাণ কাজ শুরু করে জয়ন্ত সিং। বছর খানেকের মধ্যেই সেই জমিতে তৈরি হয় চোখ ধাঁধানো তিনতলা বাড়ি। পুরসভা সূত্রে জানা গিয়েছে, তিনতলা বাড়িটি অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়। অভিযোগ যে জমিতে তিনতলা বাড়িটি তৈরি হয়েছে তাঁর মালিক দিলীপ মুখোপাধ্যায় এবং ননীগোপাল মুখোপাধ্যায়। তবে দু’জনের কারও খোঁজ পায়নি পুরসভা। তাই আইনমেনে বেআইনি বাড়িতে নোটিশ ঝোলানোর পাশাপাশি খবরের কাগজেও পুরসভার তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এনিয়ে হাই কোর্টেও মামলা হয়। গত সোমবার সেই মামলায় বেআইনি বাড়িটি ৮ সপ্তাহের মধ্যে ভেঙে ফেলতে নির্দেশ দেন কলকাতা হাই কোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্থ।
উল্লেখ্য, গত বছর জুলাই মাসে বেলঘরিয়া থানার আড়িয়াদহে এক যুবক ও তাঁর মাকে মারধরের ঘটনায় জয়ন্তের নাম জড়ায়। তারপর থেকে থেকে প্রকাশ্যে আসে তাঁর একের পর এক অত্যাচারের খবর। এলাকায় রীতিমতো ত্রাসের আবহাওয়া তৈরি করেছিল জয়ন্ত। নিজের দলও বানিয়েছিল। তারপরই তার অবৈধ্য বাড়ি সামনে আসে। উচ্চ আদালতে মামলা চলার পর বেআইনি বাড়িটি ভেঙে ফেলার নির্দেশ দেয় আদালত। নির্দেশ মেনে প্রক্রিয়া শুরু করবে পুরসভা।