রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুর আবহে ভুয়ো খবরে ছেয়ে গিয়েছে সোশাল মিডিয়া। যার শিকার এবার হলেন সিপিএমের তরুণ নেতা সৃজন ভট্টাচার্য। ইতিমধ্যেই নকল ছবি রুখতে পুলিশের দ্বারস্থ হয়েছেন বাম যুব নেতা।
সোশাল মিডিয়ায় সন্দেহভাজন পাক ‘চর’ জ্যোতির সঙ্গে তাঁর একাধিক ছবি ঘুরে বেড়াচ্ছে। আর তাতে নানারকম ক্যাপশন। কখনও বলা হচ্ছে, জ্যোতি মালহোত্রা গত মাসে বামেদের ব্রিগেড সমাবেশে এসেছিলেন। কখনও বলা হচ্ছে, সৃজন ভট্টাচার্যের সঙ্গে ছবি তুলেছিলেন। সৃজন নাকি তাঁর কাঁধেও হাত রেখেছিলেন। ওই ছবিগুলি এত ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে যে সেটি রুখতে আসরে নামতে হয়েছে খোদ সৃজনকে। সোশাল মিডিয়ায় তিনি দাবি করেছেন, ওই ছবিগুলি ফেক। দলের এক কর্মীর সঙ্গে তাঁর তোলা ছবিতে AI-এর কারসাজিতে ওই ছবি তৈরি করা হয়েছে। মঙ্গলবার ‘নকল ছবি’ এবং ‘অপপ্রচার’ নিয়ে কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন সৃজন।
সোশাল মিডিয়াতেও সরব হয়েছেন সৃজন। তিনি আসল ও নকল দুটি ছবি পোস্ট করে লিখেছেন, “এক এসএফআই কর্মীর সাথে আমার তোলা একটি ছবিকে বিকৃত করে সেখানে পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে ধৃত জ্যোতি মালহোত্রার মুখ বসিয়ে অত্যন্ত নিম্নমানের কুরুচিকর প্রচার চালাচ্ছে কিছু লোক। এই বিকৃত ছবিটি আমার দল ও আমার সম্মানহানি করেছে। বামপন্থী ও যুক্তিবাদীদের উপর আক্রমণ এই প্রথম নয়। যারা রাজনৈতিক প্রশ্নে আমাদের সাথে যুক্তিতর্কের লড়াইতে জিততে অক্ষম, তারাই এমন ঘৃণা ও বিদ্বেষের চাষ করে। আমি আজ কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে এফআইআর করেছি। আশা করব, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ এই মিথ্যেবাদীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে।”
জানা গিয়েছে সৃজনের সঙ্গে আসল যে ছবিটি তুলেছিলেন তিনি বরাহনগরের পূর্বাদ্রি পোদ্দার। তিনিও বরাহনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। গত ২০ এপ্রিল বামেদের ব্রিগেডে গিয়েছিলেন পূর্বাদ্রি। সে দিনই সৃজনের সঙ্গে ছবিটি তোলেন। ২৩ এপ্রিল তা পোস্ট করেছিলেন ফেসবুকে। সেই ছবিটিতেই এআই দিয়ে কারসাজি করে জ্যোতির ছবি বসানো হয়েছে।