পাক গুপ্তচর সন্দেহে ধৃত জ্যোতি মালহোত্রার সঙ্গে এক ফ্রেমে সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য? গত কয়েকদিন ধরে এই ছবি নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। তবে ছবিটি ফেক। মঙ্গলবার এই বিষয়ে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানালেন সৃজন।
কী রয়েছে ছবিতে? দেখা যাচ্ছে, বসে রয়েছেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য। পরনে লাল টি-শার্ট। তাঁর ঠিক পাশেই এক তরুণী। তিনি আর কেউ নন পাক গুপ্তচর সন্দেহে ধৃত জ্যোতি মালহোত্রা। তবে ছবিটি ফেক, মর্ফ করা। আসল ছবিটিও সামনে এসেছে। আসল ছবিটি অন্য এক তরুণীর। তাঁর মুখের জায়গায় কারিকুরি করে বসানো হয়েছে জ্যোতির মুখ।
এই কাজের জন্য সরাসরি বিজেপি এবং তৃণমূলের দিকে আঙুল তুলেছেন সিপিএম নেতা। এই সময় অনলাইন-কে তিনি বলেন, ‘বিজেপির একটা ধর্ষকাম, উন্মত্ত, যুক্তিবুদ্ধিরহিত আইটি সেল রয়েছে। তাদের কাজ হলো কুৎসিত ঘৃণা ছড়ানো। অনেক সময় তৃণমূলের আইটি সেলও এই ধরনের কাজ করে থাকে। ওরা মিলেই এটা করেছে।’
সৃজনের দাবি, এ বারই প্রথম নয়। এর আগেও বামপন্থীদের সঙ্গে এমন ‘নোংরামি’ হয়েছে। তাঁর কথায়, ‘ওরা দীপ্সিতাকে নিয়ে করেছে, ঐশীকে নিয়ে করেছে। এমনকী মীনাক্ষী-বিমান বসুকেও ছাড়েনি।’ ‘অপারেশন সিঁদুর’-এর অন্যতম মুখ সোফিয়া কুরেশিকেও ‘সন্ত্রাসবাদীদের বোন’ বলে সম্বোধন করেছিলেন বিজেপি মন্ত্রী, তাও মনে করিয়ে দেন সৃজন।
বিজেপি এবং তৃণমূল যুক্তি তর্কে না পেরেই এমন আক্রমণ করেছে বলে দাবি সৃজনের। তিনি বলেছেন, ‘পহেলগামের চার জন সন্ত্রাসবাদীর কী হলো? ট্রাম্প কেন আমাদের দেশের বিষয়ে নাক গলাবেন? বামপন্থীরা এই সব প্রশ্ন তুলছে, কিন্তু ওদের কাছে উত্তর নেই। যুদ্ধের উন্মাদনাকে বিজেপি রাজনৈতিক কাজে ব্যবহারের চেষ্টা করছে।’
জ্যোতির উদাহরণ দিয়েই সিপিএম নেতা বলেন সন্ত্রাসবাদীদের কোনও ধর্ম হয় না। তাঁর আশা, ‘পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ এই মিথ্যেবাদীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে।’