ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। এই ঘটনায় আহত হয়েছে আরও এক জন। মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে বীরভূম জেলার সাঁইথিয়া স্টেশনে। আহত মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে সাঁইথিয়া হাসপাতালে।
রেল পুলিশ সূত্রে খবর, ওই দুই মহিলাই বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জারের যাত্রী। হাওড়া থেকে রামপুরহাটগামী ওই ট্রেনেই ছিলেন দুই মহিলা। সাঁইথিয়া স্টেশনে বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে এক জনের। মৃত এবং আহতর নাম এখনও জানা যানি।
তবে, সূত্রের খবর, নিহত এবং আহতরা মা এবং মেয়ে।
বিস্তারিত আসছে…