• ভয়াবহ দুর্ঘটনা ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কে, হেলমেটহীন বেপরোয়া গতির বলি ৪
    এই সময় | ২১ মে ২০২৫
  • ভয়াবহ দুর্ঘটনা ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কে। মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কের ক্ষীরপাইয়ের বুড়িরপুকুর এলাকায় ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চার জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক জন। পুলিশ সূত্রে খবর, হতাহতরা সবাই বাইকে করে যাচ্ছিলেন। তাঁদের কারোর মাথায় হেলমেট ছিল না। বেপরোয়া গতিতে থাকা দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের কারণেই ওই দুর্ঘটনা ঘটে।

    কী ভাবে দুর্ঘটনা?

    স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, ঘাটাল থেকে ক্ষীরপাইগামী ও ক্ষীরপাই থেকে ঘাটালগামী দুটি মোটর বাইকে মুখোমুখি সংঘর্ষ হয় বুড়ির পুকুর এলাকার। দুটি মোটর বাইকে ছিলেন পাঁচজন। তাঁদের কারোর মাথায় হেলমেট ছিল না।

    ক্ষীরপাইয়ের বুড়িরপুকুর এলাকায়, তীব্র গতিতে থাকা দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। রাত্রি সাড়ে ৮টা নাগাদ হওয়া ওই সংঘর্ষে ছিটকে পড়েন দুই বাইকের ৫ আরোহীই। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাঁদের নিয়ে যাওয়া হয় ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন। দু'জনকে পাঠানো হয় ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে আরও একজনের মৃত্যু হয়। অন্য জন সেখানেই চিকিৎসাধীন।

    মৃতদের পরিচয়

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সুজন দোলই, সেখ ইসরায়েল, হানিফ মণ্ডল এবং সৈকত আলি বায়েনের। সকলেরই বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন যুবকের নাম সইদুল্লা বায়েন।

    ইসরায়েল ক্ষীরপাই এলাকার এবং সুজন হুগলির খানাকুল এলাকার বাসিন্দা। বাকি তিনজনই বাঁকুড়া জেলার কোতুলপর এলাকার বাসিন্দা বলেই জানা গিয়েছে।

    জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ওই দুটি বাইকে থাকা কারোর মাথাতেই হেলমেট ছিল না। বেপরোয়াভাবে বাইক চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

  • Link to this news (এই সময়)