• টেলিমেডিসিনে দুই মুমূর্ষু রোগীর প্রাণরক্ষা, জেলা হাসপাতালের প্রশংসা মুখ্যসচিবের
    বর্তমান | ২১ মে ২০২৫
  • সঞ্জিত সেনগুপ্ত, শিলিগুড়ি: টেলিমেডিসিনে দু’জন মুমূর্ষু রোগীকে বাঁচানোর জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপারকে অভিনন্দন জানালেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী হয়ে তিনি এখন শিলিগুড়িতে রয়েছেন। মঙ্গলবার বিকালে তিনি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পর শিলিগুড়ি জেলা হাসপাতাল পরিদর্শন করেন।

    এদিন সন্ধ্যায় শিলিগুড়ি হাসপাতালে তাঁকে স্বাগত জানান হাসপাতাল সুপার ডাঃ চন্দন ঘোষ। গাড়ি থেকে নেমেই মুখ্য সচিব সুপারকে অভিনন্দন জানিয়ে বলেন, আমরা শুনেছি টেলিমেডিসিনে ভালো কাজ করছেন। এভাবেই চালিয়ে যান। তারপর তিনি দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল, জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা ডাঃ তুলসি প্রামাণিক, সুপার ডাঃ চন্দন ঘোষ হাসপাতালের অন্যান্য আধিকারিকদে নিয়ে হাসপাতাল ঘুরে দেখেন।  

    টেলিমেডিসিনে কোথায় কীভাবে দুই মূমূর্ষু রোগীর চিকিৎসা হয়েছে তা ঘুরে দেখেন তিনি। এরপর সিসিইউ পরিদর্শনে যান। সেখানে টেলিমেডিসিনের মাধ্যমে সুস্থ হওয়া ওঠা দীপক পালের পরিবারের সঙ্গে কথা বলেন। তার পরিবারের রবিবারের গোটা পর্ব শুনিয়ে মুখ্য সচিবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন রোগীকে সুস্থ করে তোলার জন্য। 

    সেখান থেক যান প্রসূতি বিভাগে। এখানে অনেকটা সময় নিয়ে সব ঘুরে দেখেন। নতুন ঝাঁ-চকচকে আধুনিক ব্যবস্থার শৌচালয়, প্রসূতিদের প্রত্যেকের হাসপাতালের পোশাক পড়ে থাকা, গোটা পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। হাসপাতালে ব্লাডসেন্টার ঘুরে দেখে বেরিয়ে যাওয়ার সময় হাসপাতালের বাগান দেখে দাঁড়িয়ে পড়েন মুখ্যসচিব মনোজ পন্থ। বাগানের ভিতর ঘুরে দেখে সকলকে অভিনন্দন জানিয়ে বেরিয়ে যান মুখ্যসচিব।  

    এর আগে তিনি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপাল ডাঃ সঞ্জয় মল্লিক ও অন্যান্য বিভাগীয় প্রধান চিকিৎসক, নার্সদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তাঁকে হাসপাতালের সামগ্রিক তথ্য ও পরিস্থিতি নিয়ে  পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া হয়। তারপর তিনি সুপার স্পেশালিটি ব্লক ঘুরে দেখেন। সুপার স্পেশালিটি কার্ডিওলজি বিভাগে ক্যাথ ল্যাব বসানোর কথা বলেন। ইউরোলজি বিভাগের প্রধান ডাঃ বিশ্বজিৎ দত্ত তাঁর কাছে  কিডনিস্টোন অস্ত্রোপচারের জন্য আধুনিক সরঞ্জামের জন্য আবেদন জানান। এছাড়া হাসপাতালের পানীয় জলের সমস্যা, নিরাপত্তা ও সাফাই কর্মী এবং জঞ্জাল সাফাই নিয়েও আলোচনা হয়েছে। এই সমস্যাগুলির সমাধানের জন্য হাসপাতালের তরফে মুখ্যসচিবের কাছ আবেদন জানানো হয়েছে বলে জানান ডাঃ সঞ্জয় মল্লিক। মুখ্যসচিব বলেন, দুই হাসপাতাল ঘুরে দেখেছি। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। হাসপাতালের তরফে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে। এর উপরে আমি রিপোর্ট দেব।
  • Link to this news (বর্তমান)