• রায়গঞ্জ শহরে আইসিডিএস কেন্দ্রের ঘর নিয়ে চিন্তা
    বর্তমান | ২১ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: গ্রামাঞ্চলে প্রয়োজন মতো পাওয়া গেলেও আর্থিক কারণে শহরে আইসিডিএস সেন্টারের জন্য ঘর পেতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। এবার সেই সমস্যার কথা উঠে এল রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতির পরিদর্শনের সময়েও। দিনকয়েক ধরে ধাপে ধাপে রায়গঞ্জ শহরের ২০টির বেশি আইসিডিএস সেন্টার সরেজমিনে পরিদর্শন করেন মহকুমা শাসক। সেন্টারের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। কিন্তু শহরে আইসিডিএস সেন্টারের জন্য ভাড়া নেওয়া অপরিসর ঘর নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মহকুমা শাসক। তিনি বলেন, গ্রামাঞ্চলে আইসিডিএস সেন্টার করা হলে ভালো ঘর পেতে সমস্যা হয় না। জায়গারও অভাব হয় না সেখানে। কিন্তু শহরাঞ্চলের জন্য বরাদ্দ মাত্র সাতশো থেকে সাড়ে সাতশো টাকায় ভালো ঘর ভাড়া পাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আরবান আইসিডিএস প্রজেক্টে রায়গঞ্জ শহরে ১১০ টি সেন্টার চলে। যার সঙ্গে আশাকর্মীরা যুক্ত থাকেন। সেখানে শিশু ও মায়েদের জন্য পুষ্টিকর খাবার দেওয়া হয়। শহরজুড়ে গোটা ব্যবস্থাপনায় অসুবিধা না থাকলেও ভালো ঘর পাওয়া সমস্যা। অনেক জায়গায় টিনের ছাউনি দেওয়া ঘরে বর্ষায় ও গরমে সমস্যা হয়। 

    আইসিডিএসের চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার দুর্জয় বিশ্বাস বলেন, কয়েকদিন ধরে খরমুজা ঘাট, সুদর্শনপুর, তুলসীতলা, বন্দর রোড, রমেন্দ্রপল্লী সহ রায়গঞ্জ শহরে ২০ টির বেশি আইসিডিএস সেন্টার পরিদর্শন করেছেন মহকুমা শাসক।  সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও পরিকাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। শহরে সাড়ে সাতশো টাকায় ভালো ঘর পাওয়া কঠিন।
  • Link to this news (বর্তমান)