• বেহাল রাস্তায় ভোগান্তি ইটাহারের উত্তরপাড়ার বাসিন্দাদের, সংস্কারের দাবিতে অবরোধ
    বর্তমান | ২১ মে ২০২৫
  • সংবাদদাতা, ইটাহার: বছরের পর বছর ধরে গ্রামে যাওয়ার রাস্তা বেহাল। খানাখন্দে ভরা রাস্তার ধারে নিকাশি নালা থাকলেও অকেজো। ফলে বৃষ্টি হলেই রাস্তায় জমা জল ও কাদায় নাজেহাল হতে হয় এলাকার বাসিন্দাদের। এনিয়ে বিভিন্ন মহলে জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় মঙ্গলবার ইটাহার-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ইটাহারের উত্তরপাড়া গ্রামের বাসিন্দারা। ঘণ্টাখানেক অবরোধ চলার পর জয়েন্ট বিডিওর আশ্বাসে অবরোধ তুলে নেন বাসিন্দারা।

    ইটাহার সদরের উত্তরপাড়ায় চার শতাধিক পরিবারের বসবাস। অথচ রাজ্য সড়ক থেকে গ্রামে যাওয়ার ৮০০ মিটার রাস্তা বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বৃষ্টি হলেই রাস্তায় জল কাদা জমে যায়। ফলে যাতায়াত করতে সমস্যায় পড়ছেন বাসিন্দারা। 

    পাশাপাশি পিচের রাস্তায় বড় বড় গর্ত থাকায় জল জমে গেলে বাইক সাইকেল ও টোটো নিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনা ঘটে। এবিষয়ে এলাকার বাসিন্দা জয়নাল ইসলাম বলেন, বেহাল রস্তায় জল কাদাকে সঙ্গী করে যাতায়াত করতে করতে আমরা নাজেহাল হয়ে পড়েছি। বারবার স্থানীয় প্রাশাসনকে জানানো হলেও সমস্যা সমাধানে কোনও উদ্যোগ নেয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা মনসুর আলির অভিযোগ, বেহাল রাস্তার পাশে কয়েক বছর আগে নিকাশি নালা নির্মাণ হলেও সেটি অকেজো। রস্তার তুলনায় নিকাশি নালা উঁচু হওয়ায় জমা জল নালা দিয়ে যায় না।

    তাই বেহাল রাস্তা সংস্কারের দাবিতে এদিন রাস্তা অবরোধ করেন বাসিন্দারা। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইটাহার থানার পুলিস। অবরোধের জেরে রাজ্য সড়কে আটকে পড়ে ইটাহার ও বালুরঘাট মুখী বহু যানবাহন। 

    প্রায় ১ ঘণ্টা অবরোধ চলে। পুলিসের আশ্বাসে অবরোধ না উঠায় অবশেষে ঘটনাস্থলে যান জয়েন্ট বিডিও দিলবার হুসেন। এরপর জয়েন্ট বিডিওর আশ্বাসে অবরোধ তুলে নেন বাসিন্দারা। ইটাহারের বিডিও দিব্যেন্দু সরকার বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে রাস্তা সংস্কারের টেন্ডার হয়ে আছে। দ্রুত কাজ শুরু হবে। বর্তমানে রাবিস দিয়ে রস্তাটিকে চলাচলের যোগ্য করার জন্য পঞ্চায়েতকে নির্দেশ দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)