আড়াই মাসে ২০৪টি মোবাইল উদ্ধার সুন্দরবনে, গ্রেপ্তার তিন
বর্তমান | ২১ মে ২০২৫
সংবাদদাতা, কাকদ্বীপ: গত আড়াই মাসে তল্লাশি চালিয়ে দুশোটির বেশি মোবাইল উদ্ধার করেছে সুন্দরবন পুলিস জেলা। তল্লাশি অভিযানে নেমে তিনজনকে গ্রেপ্তারও করেছে তারা। দিন পাঁচেক আগে তাদের পাকড়াও করা হয়। ধৃতরা হল মোস্তাক হোসেন, ফিরোজ বৈদ্য ও আকসার নাইয়া। তিনজনেরই বাড়ি মন্দিরবাজারের নীলাম্বরপুর এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, এদের কয়েকজনের একটি গ্যাং রয়েছে। বিভিন্ন এলাকায় গিয়ে তারা বাস ও ট্রেন থেকে মোবাইল চুরি করত। দীর্ঘদিন ধরে এই কাজ করছে। এই গ্যাংয়ের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা জানতে পুলিস তদন্ত শুরু করেছে।
মঙ্গলবার কাকদ্বীপের সুন্দরবন পুলিস জেলার কার্যালয়ে পুলিস সুপার কোটেশ্বর রাও উদ্ধার হওয়া ২০৪টি মোবাইল গ্রাহকদের হাতে ফেরত দেন। এগুলি হারিয়ে গিয়েছিল বা চুরি গিয়েছিল। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। মোবাইল গুলি উদ্ধারের সময় এই গ্যাংটির বিষয়ে পুলিস জানতে পারে। এরপরই তাদের মোবাইল ট্র্যাক করে তিনজনকে গ্রেপ্তার করা হয়। কোটেশ্বর রাও বলেন, সুন্দরবন পুলিস জেলার স্পেশাল অপারেশন গ্রুপ অভিযান চালিয়ে আড়াই মাসের মধ্যে ২০৪টি মোবাইল উদ্ধার করেছে। ৮৫ শতাংশ এই রাজ্য থেকে এবং বাকি ১৫ শতাংশ মোবাইল ভিন রাজ্য থেকে উদ্ধার করা হয়েছে। মোবাইল গুলি মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করতে গিয়ে এবার বড় সাফল্য এসেছে। একটি গ্যাংয়ের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে ২১টি মোবাইল উদ্ধার হয়েছে। -নিজস্ব চিত্র