• মহকুমার বিস্তীর্ণ অংশের ভরসা ‘সবেধন নীলমণি’ দমকল কেন্দ্র
    বর্তমান | ২১ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: আগুন নেভাতে মহকুমা এলাকার বিস্তীর্ণ অংশের ভরসা রানাঘাট শহরের একমাত্র দমকল কেন্দ্রটি। ফলে গুদামঘরে আগুন হোক কিংবা শর্ট সার্কিট থেকে গৃহস্থের বাড়ি অগ্নিকাণ্ড, সীমান্তঘেঁষা এলাকায় দমকল পৌঁছতে অতিক্রম করতে হয় কমবেশি ২০কিলোমিটার রাস্তা। এমতাবস্থায়, দীর্ঘদিন ধরে রানাঘাট-২ব্লকের সীমান্তপ্রান্তে পৃথক দমকল কেন্দ্রের দাবি জানিয়েও কোনও লাভ হয়নি।

    রানাঘাট-১ ও ২ব্লক এবং রানাঘাট শহরের মতো বৃহৎ এলাকায় অগ্নি নির্বাপণের পরিকাঠামো বলতে রয়েছে কেবলমাত্র রথতলা রেলগেট সংলগ্ন দমকল কেন্দ্রটি। সেখান থেকে দত্তপুলিয়া, পানিখালি, আড়ংঘাটার মতো আন্তর্জাতিক সীমান্তঘেঁষা বা একেবারে পূর্বপ্রান্তের এলাকাগুলির অগ্নি নির্বাপণ এবং আপৎকালীন পরিষেবার জন্য একমাত্র ভরসা এই কেন্দ্রটিই। অথচ জনসংখ্যা এবং জনঘনত্বের নিরিখে আড়ংঘাটা ও দত্তপুলিয়া যথেষ্ট ঘিঞ্জি। রয়েছে একাধিক মার্কেট, বাজার এবং বাড়ি। কিন্তু দমকল কেন্দ্র থেকে সেই সমস্ত এলাকায় পৌঁছতে ইঞ্জিনগুলিকে প্রায় ২০কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয়। শুধু তাই নয়, মাঝে আবার রয়েছে ব্যস্ততম রথতলা রেলওয়ে ক্রসিং। ফলে ট্রেন চলাচল এবং সঙ্কীর্ণ রাস্তায় ব্যাপক যানজটের কারণে বাড়তি সময় লাগে সেখানেও। তাই দীর্ঘদিন ধরেই রানাঘাট-২ব্লকের বিস্তীর্ণ অংশের মানুষের দাবি পৃথক দমকল কেন্দ্র অথবা ছোট একটি ইঞ্জিন দিয়ে সাবস্টেশন। কিন্তু, একাধিক নির্বাচনে এই ইস্যু উঠলেও তার বাস্তবায়ন হয়নি। যেমন, সম্প্রতি পানিখালি বাজার এলাকায় একটি পাটের গুদামে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারাই পাম্প চালিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে হাত লাগান। খবর পেয়েও ঘটনাস্থলে পৌঁছতে দমকলের প্রায় এক ঘণ্টা সময় লেগে যায়। ততক্ষণে বিপদ বেড়ে গিয়েছে বেশ কয়েক গুণ।

    মূলত রানাঘাট-২ ব্লকের অধীনে রয়েছে ১৪টি গ্রাম পঞ্চায়েত। অপরিকল্পিত নগরায়ণের কারণে একাধিক বাজার অথবা বহুতলের ক্ষেত্রেই মানা হচ্ছে না আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার প্রয়োজনীয় নিয়ম। ফলে আগুন লাগলে সাধারণ মানুষের পক্ষে তা নিয়ন্ত্রণে আনা একপ্রকার অসম্ভব। ভরসা বলতে সেই রানাঘাট শহরে থাকা দমকল। খোঁজ নিয়ে জানা গিয়েছে, বিষয়টি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ এবং দাবির কথা প্রশাসনের একেবারেই অজানা নয়। রানাঘাট উত্তর-পূর্বের বিধায়ক অসীম বিশ্বাস বলেন, বিধানসভায় একাধিকবার দত্তপুলিয়ায় বিকল্প দমকল কেন্দ্রের দাবি জানিয়েছি। অথচ সেই দাবিকে মান্যতা দেওয়া হয়নি। রানাঘাট-২ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভজিৎ জানা বলেন, এটি অগ্নিনির্বাপণ দপ্তরের বিষয়। তবে সাধারণ মানুষের দমকল কেন্দ্রের দাবি রয়েছে। প্রশাসনের ঊর্ধ্বতন স্তরের কাছে বিষয়টি পৌঁছে দেওয়ার চেষ্টা করব।
  • Link to this news (বর্তমান)