• তিনটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে হবে ইন্ডোর পরিষেবা, উন্নত হচ্ছে তিনটি বিপিএইচসি
    বর্তমান | ২১ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মভিটে সংস্কারের কাজ আগেই শুরু করেছে রাজ্য সরকার। এবার জামুড়িয়া থানার চুরুলিয়ায় কবির গ্রামের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়নেও অগ্রসর হল রাজ্যের স্বাস্থ্যদপ্তর। চুরুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ইন্ডোর স্বাস্থ্য পরিষেবা পাওয়া যাবে। দশ শয্যর হাসপাতাল গড়তে পরিকাঠামো গড়ার জন্য বরাদ্দ হয়েছে এক কোটি ৪২ লক্ষ ৪৭ হাজার টাকা। শুধু চুরুলিয়া নয়, কাঁকসা থানার শিবপুর ও বারাবনি থানার দোমাহানিতেও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ১০ বেডের ইন্ডোর চালু করা হবে। 

    এছাড়াও রানিগঞ্জ, পাণ্ডবেশ্বর, পিঠাইকেয়ারি তিনটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়ন করে ব্লক পাবলিক হেলথ ইউনিট হিসাবে গড়ে তোলা হবে। সেখানে তৈরি করা হবে অত্যাধুনিক ল্যাব। যাঁর ফলে রোগীদের বহু প্রয়োজনীয় টেস্ট সেখান থেকেই করিয়ে নেওয়া সম্ভব হয়। এছাড়াও থাকবে একজন করে পাবলিক হেলথ অফিসার ও এপিডেমিওলজিস্ট। যাতে কোনও এলাকায় মহামারীর সম্ভাবনা থাকলে তা দ্রুত নজরে আসে। প্রতিটির পরিকাঠামো উন্নয়ন করার জন্য ৫৯.৭৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। 

    মঙ্গলবার জেলার স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন নিয়ে বৈঠক করেন জেলাশাসক পোন্নমবলম এস। সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল, আসানসোল ও দুর্গাপুরের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য এবং সৌরভ চট্টোপাধ্যায়। এছাড়াও স্বাস্থ্যদপ্তর সহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্তারা। সেখানেই বিগত কয়েক বছরে জেলার স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে কী কী বরাদ্দ হয়েছে, কোন প্রজেক্টগুলি কোন পর্যায়ে রয়েছে, তা নিয়ে জেলাশাসক পর্যালোচনা করেন। সেখানেই জানা যায়, পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় নতুন এই প্রোজেক্টগুলি জেলার জন্য বরাদ্দ হয়েছে। এর আর্থিক মূল্য ছ’কোটি টাকার বেশি। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নের কাজ জেলা পরিষদ ও বিপিএইচসিগুলির পরিকাঠামো উন্নয়নের কাজ সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতিগুলি করবে। 

    এদিন আশা কর্মীদের নিয়োগ নিয়েও আরও একটি বৈঠক করেন জেলাশাসক। আগের বৈঠকের পাশাপাশি এই বৈঠকেও উপস্থিত ছিলেন জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক শেখ মহম্মদ ইউনুস। জানা গিয়েছে, জেলার ৭০টি আশা কর্মীর পোস্ট ফাঁকা রয়েছে। তার নিয়োগ প্রক্রিয়া বিভিন্ন পর্যায়ে রয়েছে। এর ম঩ধ্যে ৫৭টি পোস্টের জন্য নিয়োগ প্রক্রিয়া অনেক দূর এগিয়ে গিয়েছে। জুন মাসের মধ্যে তা সম্পন্ন করতে চাইছে জেলা প্রশাসন। 

    জেলাশাসক পোন্নমবলম এস বলেন, একাধিক স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ পাওয়া গিয়েছে। দ্রুত সেই সব কাজ সম্পন্ন করার জন্য আলোচনা হয়েছে। আশা কর্মী নিয়োগ নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। 

    এছাড়াও আসানসোল জেলা হাসপাতালের বিদ্যুৎ বিলের বোঝা লাঘব করতে সেখানে সোলার প্যানেল বসানোর সিদ্ধান্ত হয়। সেই কাজে ৬০ লক্ষ টাকা এমপি তহবিল থেকে দিয়েছিলেন আসানসোলের এমপি শত্রুঘ্ন সিনহা। ১০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন সেই প্রজেক্টের কাজও সম্পন্ন হয়েছে।
  • Link to this news (বর্তমান)