• চারমাসে হলদিয়া থেকে ১১টি পণ্য বোঝাই ট্রাক উধাও, সতর্ক থাকতে পরামর্শ পুলিসের
    বর্তমান | ২১ মে ২০২৫
  • সংবাদদাতা, হলদিয়া: জিপিএস সিস্টেম ফাঁকি দিয়ে হলদিয়া থেকে ভিন রাজ্যে যাওয়ার পথে ফের মাঝরাস্তায় উধাও হয়েছে পর পর দু’টি ট্রাক। একটি ট্রাকে বোঝাই ছিল পেট্রকেমের প্লাস্টিক দানা, অন্য ট্রাকে স্টিলের পাইপ। দু’টি গাড়িতে ৫০ লক্ষ টাকার উপর পণ্য বোঝাই ছিল। পণ্য সহ গাড়ি মাঝপথে গায়েব হয়ে গিয়েছে বলে ট্রান্সপোর্ট সংস্থা হলদিয়ার ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেছে। আরও দু’টি চিনি বোঝাই গাড়ি ছিনতাইয়ের অভিযোগ জমা পড়েছে। কয়েকমাস আগে এগুলি হলদিয়া থেকে রওনা দিয়েছিল। শুধু মে মাসেই ভবানীপুর থানায় ট্রাক ছিনতাই ও ছিনতাইয়ের চেষ্টার ছ’টি অভিযোগ দায়ের হয়েছে। প্লাস্টিক দানা, ভোজ্যতেল, চিনি, স্টিলের পাইপ, স্টিলের কয়েল কী নেই ছিনতাইয়ের তালিকায়। একটি ঘটনায় ছিনতাইকারীরা ধরা পড়লেও বাকি চারটি ঘটনায় কোনও সূত্রই মেলেনি। মাত্র চার মাসের মধ্যে হলদিয়ার থানাগুলিতে ১১টি পণ্য সহ ট্রাক ছিনতাইয়ের অভিযোগ দায়ের হয়েছে। গত কয়েক বছরের মধ্যে এবার হলদিয়া থেকে যাত্রাপথে গাড়ি ছিনতাইয়ের হার সর্বাধিক। হলদিয়া বন্দর সহ বড় ও মাঝারি প্রায় সব কারখানা থেকেই পণ্য নিয়ে যাওয়ার সময় গাড়ি উধাও হয়ে যাচ্ছে বলে অভিযোগ। এবার দীর্ঘদিন পর হলদিয়া পেট্রকেমের প্লাস্টিক দানা নিয়ে কোনও ট্রাক রাস্তায় গায়েব হয়েছে। পর পর এ ধরনের ঘটনায় হলদিয়ার শিল্পমহল ও ট্রান্সপোর্ট সংস্থাগুলির উদ্বেগ বেড়েছে।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ১০ মে হলদিয়া পেট্রকেম থেকে ৩০ টন প্লাস্টিক দানা নিয়ে একটি ট্রাক গুয়াহাটির লোকরা রোডের উদ্দেশে রওনা দেয়।  আরডি কম্পিউটেক অ্যান্ড এজেন্সি নামে একটি সংস্থাকে ওই প্লাস্টিক দানা পৌঁছনোর কথা ছিল। ওই পণ্যের মূল্য ৩১ লক্ষ ২৬ হাজার টাকা। ১৭ মে ওই পণ্য গুয়াহাটি পৌঁছনোর কথা। সিজে ডারসেল লজিস্টিক্স নামে একটি ট্রান্সপোর্ট সংস্থা পণ্য পৌঁছনোর দায়িত্বে ছিল। জিপিএসে পণ্য বোঝাই ট্রাকের শেষ অবস্থান দেখা গিয়েছে হাওড়ার জগদীশপুরে। ট্রান্সপোর্ট সংস্থার অভিযোগ, জিপিএস সিস্টেম ছিন্ন করে ওই ট্রাক পণ্য নিয়ে গায়েব হয়েছে। ওই ঘটনায় ড্রাইভার ও গাড়ির মালিকের নামে অভিযোগ করেছে সংস্থাটি। ওদের দু›জনের মোবাইল বন্ধ বলে অভিযোগ। অন্য একটি ট্রাক প্রায় ১৪ টন স্টিল পাইপ নিয়ে বেঙ্গালুরু যাচ্ছিল। হলদিয়ার লালবাবা সিমলেস নামে একটি কারখানায় গত ১৯ এপ্রিল পণ্য বোঝাই করেছিল। ১৮ লক্ষ ১৫ হাজার টাকা পণ্য নিয়ে ট্রাকটি গায়েব হয়েছে বলে অভিযোগ। ট্রান্সপোর্ট সংস্থা পুলিসের কাছে দাবি করেছে, তারা গাড়ির ৬১ হাজার ১১৩ টাকা ভাড়া মিটিয়ে দিয়েছিল। ৬-৭ দিনে ওই পণ্য পৌঁছনোর কথা। তবে ১১ দিন পর ৩০ এপ্রিল হঠাৎ গাড়ির ড্রাইভার ট্রান্সপোর্ট সংস্থার ১ লক্ষ টাকা দাবি করে পণ্য নিয়ে দর কষাকষি শুরু করে। এর পর থেকেই গাড়ির ড্রাইভার ও মালিকের মোবাইল বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। হলদিয়ার এসডিপিও অরিন্দম অধিকারী বলেন, প্রতিটি ঘটনায় তদন্ত শুরু হয়েছে। পুলিস এজন্য একাধিক জায়গায় অভিযান করছে। দালালদের মাধ্যমে গাড়ি ভাড়া নেওয়ার সময় বার বার ড্রাইভার ও গাড়ির কাগজপত্র নিয়ে ট্রান্সপোর্টার সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
  • Link to this news (বর্তমান)