• নৈহাটিতে স্বর্ণশিল্পী সমিতির প্রাক্তন সম্পাদককে মারধরের অভিযোগ
    বর্তমান | ২১ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নৈহাটিতে টোটো ও মোটর ভ্যানচালকদের হাতে প্রহৃত হলেন নৈহাটি স্বর্ণশিল্পী সমিতির প্রাক্তন সম্পাদক সুশান্ত কর্মকার। একাধিক সোনার দোকান, শপিং মল ও হকার্স মার্কেট থাকার জন্য নৈহাটি ঠাকুরপাড়া রোডে সব সময়ে যানজট থাকে। মঙ্গলবার দুপুর ১টা নাগাদ মাল বোঝাই একটি মোটরভ্যান ঠাকুরপাড়া রোড দিয়ে যাওয়ার সময় পথচলতি এক ভিখারিকে ধাক্কা দেয়। তার প্রতিবাদ করতে গেলে ভ্যানচালকের সঙ্গে বচসা বাধে নৈহাটি স্বর্ণশিল্পী সমিতির প্রাক্তন সম্পাদক সুশান্ত কর্মকারের। তাঁদের বচসা দেখে ছুটে আসেন স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা। বিষয়টি তখনকার মতো মিটে গেলেও কিছুক্ষণের মধ্যেই ওই ভ্যানচালক আরও কিছু টোটোচালককে নিয়ে এসে ফের ঝামেলা করেন। এবার বেধড়ক মারধর করা হয় সুশান্তবাবুকে। সুশান্তবাবুর জামাকাপড়ও ছিঁড়ে দেন তাঁরা। 

    এরপর অন্যান্য ব্যবসায়ীরা সুশান্তবাবুকে নিয়ে যান নৈহাটির পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের কাছে। তাঁর কথা মতো নৈহাটি থানায় লিখিত অভিযোগ করেন স্বর্ণশিল্পী সমিতির সদস্যরা। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিস।
  • Link to this news (বর্তমান)