সংবাদদাতা, কল্যাণী: বাবা-মায়ের বকা খেয়ে বাড়ি থেকে পালিয়েছিল দশ বছরের নাবালক। নাবালকের বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ। সেখান থেকে বেরিয়ে বিভিন্ন ট্রেন পরিবর্তন করে বাড়ি থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে থাকা চাকদহ শহরে পৌঁছে যায় সে। প্রায় পাঁচদিন বাড়ির বাইরে থাকায় টাকার অভাবে তেমন খাওয়া জোটেনি তার। অচেনা শহরে ওই কিশোরকে গত রবিবার ঘুরে বেড়াতে দেখে সন্দেহ হয় পুলিসের। এরপর তাকে গাড়িতে তুলে থানায় নিয়ে এসে তার সঙ্গে কথা বলে পুলিস জানতে পারে, নাবালকের বাড়ি আদতে ঝাড়খণ্ডে। বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে চলে এসেছে সে। এরপর থানায় খাওয়া-দাওয়ার ব্যবস্থা করার পাশাপাশি তার কাছে থেকে পরিবারের ফোন নম্বর নিয়ে খবর দেওয়া হয় সেখানে। অবশেষে মঙ্গলবার পরিবারের লোকেরা চাকদহে এসে ফিরিয়ে নিয়ে যায় নাবালককে। বাড়ি ফেরার সময় সে বলে, ‘পুলিস কাকুরা খুব ভালো। আর কোনদিন বাড়ি থেকে পালাব না।’-নিজস্ব চিত্র