নিজস্ব প্রতিনিধি, বারাসত: হাবড়া হাসপাতালকে নতুন করে সাজিয়ে তোলার কাজ শুরু করল প্রশাসন। বিধায়ক তহবিলের প্রায় ৬৮ লক্ষ টাকায় একাধিক কাজ চলছে।
জ্যোতিপ্রিয় মল্লিকের অনুপস্থিতির দরুন বিধায়ক তহবিলের টাকা পড়েছিল জেলাশাসকের দপ্তরে। সেই টাকা দ্রুত খরচের প্রক্রিয়া শুরু করেছেন তিনি। সেই লক্ষ্যে হাবড়া জেনারেল হাসপাতালের চিকিৎসা পরিষেবা উন্নত করতে ব্যবস্থা নিচ্ছেন তিনি। বিধায়ক তহবিলের প্রায় ৪৩ লক্ষ টাকায় হাসপাতালে বসছে ৪৪টি এসি। একই সঙ্গে থ্রি-সিটার ১৬টি চেয়ারের জন্য খরচ হবে ৬ লক্ষ ৪৫ হাজার টাকা। হাসপাতালে বসবে ১২৫ কেবির সাউন্ডলেস জেনারেটর। এর জন্য বরাদ্দ ১৯ লক্ষ টাকা। এছাড়া হাসপাতালের সৌন্দর্যায়ন বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হাবড়া-১ বিডিও সুবীর দণ্ডপাট বলেন, হাসপাতালের উন্নতির জন্য বিধায়ক তহবিলের টাকা বরাদ্দ হয়ে গিয়েছে। কাজ চলছে জোরকদমে। বলা ভালো কাজ শেষ পর্যায়ে। এ বিষয়ে জ্যোতিপ্রিয় বলেন, হাবড়া স্টেট হাসপাতাল বিশেষ গুরুত্বপূর্ণ। তাই রোগীদের স্বার্থে বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় কাজ চলছে। হাসপাতালের ভিতরে যাতে কোনও জায়গা দখল করে ব্যবসা না হয়, তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। বেশ কয়েকজন ব্যবসায়ীকে দেওয়া হয়েছে ঠেলা গাড়ি।
ইতিমধ্যেই হাবড়ায় এসে তিনি ঘোষণা করেছেন, বেআইনি নির্মাণের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্রের খবর, হাবড়া শহরজুড়ে রয়েছে একাধিক বেআইনি নির্মাণ। তবে, এক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দিয়েছিলেন বিধায়ক। যদিও সেই কাজের