• বাতিল হল আড়াইশো অটোচালকের পারমিট
    বর্তমান | ২১ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বিভিন্ন রুটে ২৪৭ জনকে অটো চালানোর পারমিট দেওয়া হয়েছিল। অভিযোগ, ছয় মাস কেটে গেলেও চালকরা ওই অনুমতিপত্র সংগ্রহ করেননি। ফলে আর অপেক্ষা না করে তাঁদের আবেদন বাতিল করেছে জেলার পরিবহণ বিভাগ। গত মাসে বৈঠক করে এমনই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

    কোনও রুটে নতুন করে অটো নামাতে গেলে তার পারমিট অথবা অনুমতি নিতে হয়। এক্ষেত্রে জেলা পরিবহণ বিভাগ আবেদনপত্র যাচাই করে। তারপর জেলা কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা সাপেক্ষে অনুমতি দেওয়া হয়। সেই পদ্ধতি মেনেই জয়নগর, বারুইপুর, গড়িয়া সহ একাধিক রুটে নতুন অটো নামানোর জন্য অনুমতি চেয়ে আবেদন করেছিলেন প্রায় আড়াইশোর কাছাকাছি চালক। সব কিছু বিচার করে তাঁদের অনুমতি দেওয়াও হয়েছিল। কিন্তু তারপর সেই অনুমতিপত্র সংগ্রহ করতে তাঁরা আর আসেননি। দীর্ঘ ছয় মাস অতিক্রান্ত হওয়ার পর জেলা প্রশাসন সেই সব আবেদন বাতিল করেছে। নিয়ম মতো সেই সব চালকদের নতুন করে ফের আবেদন করতে হবে। কিন্তু কেন ছ’মাসেও ওই চালকরা অনুমতিপত্র সংগ্রহ করলেন না, সেটা স্পষ্ট নয় প্রশাসনিক আধিকারিকদের কাছে।  
  • Link to this news (বর্তমান)