• নারকেলডাঙায় যুবককে কুপিয়ে খুনের চেষ্টা, গ্রেপ্তার বাবা-ছেলে
    বর্তমান | ২১ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা : বচসার জেরে ছুরি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা হল এক যুবককে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে নারকেলডাঙা থানা এলাকার ধরবাগানে। বুকের বাঁদিকে আঘাত নিয়ে মহম্মদ জিয়াউল হক হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা সঙ্কটজনক। ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে বাবা ও ছেলেকে। বাজেয়াপ্ত করা হয়েছে ছুরিটি। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধরবাগানের বাসিন্দা মহম্মহ মোবিনের পিচবোর্ডের বাক্সের কারবার রয়েছে। সোমবার সন্ধ্যায় তিনি জিয়াউলের বাড়ির সামনে বাক্স রেখেছিল। জিয়াউল এগুলি সরিয়ে নিতে বললে দু’জনের মধ্যে ঝগড়া শুরু হয়। দুপক্ষই হাতাহাতিতে জড়িয়ে পড়লে আচমকা জিয়াউল সামনে থাকা পাথর তুলে মোবিনকে আঘাত করে বলে অভিযোগ। এই সময় কাছে ছিল মোবিনের ছেলে ইশতিয়াক। সে পাশের একটি গোডাউন থেকে ছুরি নিয়ে এসে বুকে বসিয়ে দেয় জিয়াউলের। অভিযোগ, এলোপাথাড়ি কোপাতে থাকে তাঁকে। বুকে বাঁদিকে মারাত্মক আঘাত পান জিয়াউল। এলাকায় লোক জড়ে হয়ে যায়। খবর পেয়ে আসে নারকেলডাঙা থানার পুলিস। জিয়াউলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সরকারি হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁকে স্থানান্তরিত করা হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই তিনি চিকিৎসাধীন। খুনের চেষ্টার মামলা রুজু করে মোবিন ও ছেলে ইশতিয়াককে গ্রেপ্তার করেছে নারকেলডাঙা থানা। তদন্তে জানা গিয়েছে জিয়াউল ও মোবিনের মধ্যে বিরোধ বহু পুরনো। সোমবার তা বড় আকার নেয়। 
  • Link to this news (বর্তমান)