• বিশ্রাম নিতে গিয়ে গাছ চাপা পড়ে মৃত্যু রবীন্দ্র সরোবরে
    বর্তমান | ২১ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গরমের দুপুরে গাছের ছায়ায় আশ্রয় নিয়েছিলেন এক পথচারী। আচমকাই তাঁর বুকে ভেঙে পড়ল আস্ত গাছ। তার জেরে মৃত্যু হল পথচারীর। মৃতের নাম কমল দে (৪৭)। রবীন্দ্র সরোবরের ভিতরে ঘটনাটি ঘটেছে। তাঁকে উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে রবীন্দ্র সরোবর থানার পুলিস। স্থানীয় সূত্রের খবর, কমল দে একজন ফুল ব্যবসায়ী। কালীঘাট মন্দিরের ভিতরে তাঁর একটি দোকান রয়েছে। ব্যবসা শেষ করে এদিন তিনি মেনকা সিনেমা হলের উল্টোদিকে রবীন্দ্র সরোবরে যান। একটি গাছের তলায় বসেছিলেন। আচমকাই সেটি ভেঙে পড়ে। আশপাশের মানুষ ছুটে আসেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, বুকের উপর ভেঙে পড়ে গাছটি। তাও অনেকক্ষণ বেঁচে ছিলেন ওই ব্যক্তি। সরোবরের নিরাপত্তারক্ষীরা তাঁকে জল দেন। খবর দেওয়া হয় পুরসভা ও পুলিসকে। প্রশাসনের ঘটনাস্থলে পৌঁছনোর আগে স্থানীয়রাই গাছের গুঁড়িটি সরানোর চেষ্টা করেন। কিন্তু, অসম্ভব ভারী হওয়ায় সেটি সরানো যায়নি। ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে ওই ব্যবসায়ী। এরপরেই ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিস। পুরসভার গাছ কাটার এনে সেটিকে কাটা হয়। দ্রুত উদ্ধার করে কমলকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।  
  • Link to this news (বর্তমান)