নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রোর কাজে বিপর্যস্ত নিকাশি, পরিদর্শনে রেল-দক্ষিণ দমদম পুরসভা
বর্তমান | ২১ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বরানগর: নোয়াপাড়া-বিমানবন্দর নতুন মেট্রো লাইন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। মানুষ এ খবরে খুশি। তবে এই কাজের জন্য সমস্যায় পড়েছেন বেশি কয়েকটি ওয়ার্ডের নাগরিকরা। অভিযোগ, মেট্রো রুট তৈরির কাজের কারণে দক্ষিণ দমদম পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের নিকাশি ব্যবস্থা কার্যত ভেঙে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে। বাগজোলা খালের কিছু অংশ সংকীর্ণ হয়ে গিয়েছে। দ্রুত পদক্ষেপ না নিলে আসন্ন বর্ষায় ভাসতে পারে বিস্তীর্ণ এলাকা। পুরসভা বিষয়টি উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদ দ্বিবেদীকে জানায়। এরপর প্রশাসনের হস্তক্ষেপে মেট্রো রেল ও দক্ষিণ দমদম পুরসভা যৌথভাবে পরিদর্শনে যায় সোমবার। সেখানে পুরসভা নতুন পাম্পিং স্টেশন তৈরি, দ্রুত নিকাশি ব্যবস্থা পুনরুদ্ধার সহ একাধিক বিষয় সমাধানের দাবি জানায়। মেট্রো দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দমদম পুরসভার দুই, চার, পাঁচ ও ছ’নম্বর ওয়ার্ড দিয়ে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো রুট গিয়েছে। এই রুটের অনেকাংশ গিয়েছে বাগজোলা খাল ধরে। বেশ কিছু অংশে মেট্রোর পিলার তৈরির জন্য বাগজোলা খালের একাংশ ভরাট হয়েছে। ওয়ার্ডগুলি থেকে একাধিক ড্রেন বাগজোলা খালে মিশেছে। পিলার তৈরির সময় ওই ড্রেনগুলি গিয়েছে অবরুদ্ধ হয়ে। বাগজোলা খাল বরাবর পুরসভার নিজস্ব ড্রেন ছিল। সেই ড্রেনও বহু জায়গায় অবরুদ্ধ। মেট্রোর তরফে নতুন ড্রেন তৈরি করা হলেও পুরসভার দাবি, ওই ড্রেন অনেক সরু। তা দিয়ে বিস্তীর্ণ এলাকার জল বের হবে না। গত কয়েক দিন আগের বৃষ্টিতে বহু এলাকা জলবন্দি হয়ে গিয়েছিল। ড্রেনগুলির এখনই টইটুম্বুর অবস্থা। বাগজোলায় পড়েছে এমন ড্রেন সংস্কার, পুরসভার নিজস্ব ড্রেনেজ ব্যবস্থার পুনরুদ্ধার না করা হলে বর্ষায় বিস্তীর্ণ এলাকা জলবন্দি হবে। একইভাবে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সম্প্রসারণের জন্য তিন নম্বর ওয়ার্ডের নিকাশি ব্যবস্থাও বিপজ্জনক অবস্থায় রয়েছে। তাই বর্ষার আগেই পদক্ষেপ নেওয়ার জন্য জেলার প্রশাসনিক বৈঠকে দাবি তুলেছিল দক্ষিণ দমদম পুরসভা। এরপর জেলা প্রশাসনের হস্তক্ষেপে সোমবার মেট্রো রেল ও পুরসভার উচ্চ পর্যায়ের আধিকারিক ও কাউন্সিলাররা এলাকা পরিদর্শন করেন। দমদম এক নম্বর রেল গেট থেকে বাগজোলা খাল লাগোয়া এলাকার পরিস্থিতি খতিয়ে দেখার কাজ হয়। পুরসভার তরফে ওই পরিদর্শন দলের নেতৃত্বে ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত। তাঁকে এ বিষয়টি নিয়ে জানতে ফোন করা হয়। মেসেজও করা হয়। তবে তিনি কোনও মন্তব্য করেননি। নিজস্ব চিত্র