• ১৪ ই-কার চার্জিং স্টেশন হচ্ছে শহরে
    বর্তমান | ২১ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভবিষ্যতে পরিবহণের বড় অংশ দখল করবে ইলেকট্রিক বা বৈদ্যুতিক গাড়ি (ই-কার)। তখন পেট্রল পাম্পের মতো বিভিন্ন জায়গায় একইভাবে ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশনের প্রয়োজন পড়বে। সেই কথা মাথায় রেখে এবার কলকাতায় বৈদুতিক গাড়ির চার্জিং স্টেশনের পরিকাঠামো গড়তে উদ্যোগী হল কলকাতা পুরসভা। আপাতত ধর্মতলায় এস এন ব্যানার্জি রোডে কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনের পাশের পার্কিং লটে একটি চার্জিং স্টেশন গড়ার কাজ শুরু হয়েছে। একটি ই-কার নির্ভর অ্যাপ-ক্যাব সংস্থা এই চার্জিং স্টেশন বানানোর দায়িত্ব পেয়েছে। আগামী দিনে শহরের বুকে আরও এমন ১৪টি চার্জিং স্টেশন তৈরির টেন্ডার পেয়েছে ওই সংস্থা। তবে সেগুলির কাজ কবে শুরু হবে, তা এখনও নিশ্চিত নয়।

    শহরকে দূষণমুক্ত করতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে পুরসভা। পরিবেশবান্ধব গণপরিবহণ ব্যবস্থায় জোর দিয়ে রাজ্যের পরিবহণ দপ্তরও সিএনজি চালিত কিংবা ইলেকট্রিক বাস রাস্তায় নামিয়েছে। সেই মতো পুরসভার তরফেও ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে চার্জিং স্টেশন তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, রাস্তার ধারে যেখানে যেখানে পুরসভার পার্কিং লট রয়েছে, সেখানে সুবিধা-অসুবিধা বুঝে চার্জিং স্টেশনগুলি গড়ে তোলা হবে। ধর্মতলার পর গড়িয়াহাটে ব্রিজের নীচে চার্জিং স্টেশন তৈরির প্রস্তাব রয়েছে। এগুলি তৈরির সময় তদারকির দায়িত্বে রয়েছে পুরসভার আলোক বিভাগ। তৈরির পর সেগুলি পার্কিং বিভাগের হাতে তুলে দেওয়া হবে। খুব শীঘ্রই পুরনো এলিট সিনেমা হলের উল্টোদিকে রাস্তার একধারে একটি চার্জিং স্টেশন তৈরি হয়ে যাবে। সেই কাজের কর্মী দীপক সরকার জানান, অটো, বাইক থেকে শুরু করে চারচাকা গাড়ি—সবই এখানে চার্জ দেওয়া যাবে। পুরসভার এক অফিসারের কথায়, ‘দ্রুতগতির চার্জার বসানো হচ্ছে। এই চার্জিং স্টেশনে দু’টি গাড়ি একসঙ্গে চার্জ করা যাবে। ঘণ্টাখানেকের মধ্যে ব্যাটারি পুরোপুরি চার্জ হয়ে যাবে। তবে গাড়িপিছু কতটাকা নেওয়া হবে, তা এখনও ঠিক হয়নি। তৈরি হয়ে যাওয়ার পর ‘ট্রায়াল রান’ হবে। এক-একটি গাড়ি চার্জ করতে কত পরিমাণ বিদ্যুৎ পুড়ছে, তা দেখা বহচ্ছে। তার ভিত্তিতেই ঠিক হবে গাড়ি চার্জিংয়ের ফি। 

    জানা গিয়েছে, আগামী দিনে এজেসি বোস রোড, গার্ডেনরিচ, রফি আহমেদ কিদওয়াই রোড, রাজা দীনেন্দ্র স্ট্রিট, রাজা রামমোহন সরণি, বেথুন রো ইস্ট,  ক্ষুদিরাম বসু সরণি, সুন্দরীমোহন অ্যাভিনিউ, সুরেন্দ্ররঞ্জন রায় রোড, রবীন্দ্র সরোবর, সুকেশ সরকার রোড, আব্দুল রসুল অ্যাভিনিউ এবং কারবালা ট্রাঙ্ক রোডে চার্জিং স্টেশন তৈরির পরিকল্পনা রয়েছে পুর কর্তৃপক্ষের।
  • Link to this news (বর্তমান)