পিয়ালী মিত্র: ফের দুর্ঘটনা মা ফ্লাইওভারে। পুলিসের তত্পরতায় এবার মৃত্য়ুর মুখ থেকে ফিরলেন বাইক আরোহী। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি।
সূত্রের খবর, ওই যুবকের নাম অর্ঘ্যদীপ রায়। বাড়ি, বালিগঞ্জে। ঘড়িতে তখন ১১টা। আজ, মঙ্গলবার সকালে বাইকে করে মা ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলেন তিনি। তখনই ঘটে দুর্ঘটনা। একটি গাড়ি ধাক্কা মারে বাইকে। রাস্তায় ছিটকে পড়েন অর্ঘ্যদীপ। এরপর রাস্তাতেই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তিনি। আশেপাশ দিয়ে চলে যাচ্ছিলেন গাড়ি।
এদিকে মা ফ্লাইওভার দিয়ে যাওয়ার পথে অর্ঘ্য়দীপকে দেখতে পান তারাতলা থানার ওসি সুশান্ত কুণ্ডু। এরপর ওই যুবককে নিজের গাড়িতে তুলে এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ারে নিয়ে যান তিনি। পরে তাঁকে স্থানান্তরিত করা হয় একটি বেসরকারি হাসপাতালে।