• ‘স্মার্ট মিটার’ বাতিলের দাবিতে দত্তপুকুরে বিক্ষোভ, এই মিটারের কী সুবিধা-অসুবিধা জানেন?
    এই সময় | ২১ মে ২০২৫
  • রাজ্যু জুড়ে প্রত্যেক বাড়িতে বিদ্যুতের ‘স্মার্ট মিটার’ বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু তা নিয়ে বিবিধ অভিযোগ উঠছে। অবিলম্বে স্মার্ট মিটার বাতিলের দাবি জানিয়ে একাধিক জায়গায় বিক্ষোভ হচ্ছে। ইতিমধ্যে যে সব জায়গায় স্মার্ট মিটার বসানো হয়েছে, সেগুলি প্রত্যাহার করে ফের ডিজিটাল মিটার বসানোর দাবিও তুলছেন গ্রাহকরা। সব মিলিয়ে ক্রমেই দানা বাঁধছে স্মার্ট মিটার বিরোধী আন্দোলন। মঙ্গলবার রাতেও এই স্মার্ট মিটার বাতিলের দাবিতে দত্তপুকুরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। কিন্তু কেন স্মার্ট মিটার প্রত্যাহারের দাবি তোলা হচ্ছে? কী এই স্মার্ট মিটার?

    ‘স্মার্ট মিটার’ কী?

    কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে যে বিদ্যুতের মিটার তৈরি করা হয় সেটাকেই ‘স্মার্ট মিটার’ বলে। এগুলো ব্যবহার করতে হলে ‘প্রিপেড’ সিস্টেমে আগে টাকা জমা রাখতে হয়। এই মিটারে টাইম অব দ্য ডে ট্যারিফ রয়েছে। যার জন্য রাতে বিদ্যুতের দাম বেশি হয় এবং দিনে কম। এ ছাড়াও স্মার্ট মিটারে বিদ্যুতের চাহিদা বাড়লে তার দামও বাড়ে। আবার বিদ্যুতের চাহিদা কমলে দাম কমে যায়।

    ‘স্মার্ট মিটার’ নিয়ে অভিযোগ

    স্মার্ট মিটারে যে ইউনিট খরচ হচ্ছে, তাতে মিটারের ভাড়া-সহ আর কোথায় কী খরচ হচ্ছে তা স্পষ্ট নয়।

    সাত থেকে আট বছর পর্যন্ত এই মিটার ব্যবহার করা যাবে। তারপর ফের নতুন মিটার বসাতে হবে।

    স্মার্ট মিটারে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে তার উপর নির্দিষ্ট কোনও বিল পাওয়া যাবে না।

    একবার যদি স্মার্ট মিটার খারাপ হয়, তাহলে তা কোনও ভাবেই আর ব্যবহার করা যাবে না। ফের নতুন মিটার কিনতে হবে।

    মঙ্গলবার রাতে সেই স্মার্ট মিটার বাতিলের দাবিতে কলকাতা থেকে উত্তরবঙ্গ যোগাযোগ স্থাপনকারী ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে দত্তপুকুরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। উত্তাল হয়ে ওঠে দত্তপুকুর ময়না মোড়। বাসিন্দারা অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তোলেন। তাঁদের অভিযোগ, স্মার্ট মিটার চালুর পরে আগের ‘পোস্টপেড’ মিটারের তুলনায় এখন অনেক বেশি টাকা গুনতে হচ্ছে। এ দিন সেই নিয়ে ক্ষোভ উগরে দেন গ্রাহকরা।

    স্থানীয়দের দাবি, অবিলম্বে ‘স্মার্ট মিটার’ বন্ধ করে পুরনো ‘পোস্টপেড’ মিটার চালু করতে হবে। সূত্রের খবর, প্রায় এক ঘণ্টা স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করেন। এর ফলে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দত্তপুকুর থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশি হস্তক্ষেপের পর অবরোধ উঠে যান চলাচল স্বাভাবিক হয়।

  • Link to this news (এই সময়)