• Breaking News Live: দিল্লিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই বহু দোকান
    এই সময় | ২১ মে ২০২৫
  • সাহিত্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার বুকার। আঞ্চলিক ভাষায় লেখা বই হার্ট ল্যাম্প সম্মানিত বুকারের মঞ্চে। বুকার পেলেন কন্নড় লেখিকা বানু মুস্তাক ও তাঁর অনুবাদক দীপা ভাস্তি।

    প্রবল বৃষ্টির পর জলস্রোতের কারণে সাংকালান ও ফিডংয়ের রাস্তা বন্ধ হয়ে যায়। লাচেন ও লাচুং-এ যাওয়ার জন্য পারমিট দেওয়া বন্ধ করল সিকিম প্রশাসন। আবহাওয়া অনুকূল না হওয়া পর্যন্ত পর্যটকদের পারমিট দেওয়া হবে না বলে জানা গিয়েছে।

    ফের চলন্ত বাসে আগুন। লখনৌয়ের মোহনলালগঞ্জের পরে পরে এ বার আলিগড়-দিল্লি হাইওয়েতে দুর্ঘটনা। তবে বাসের ৬০ জন যাত্রী নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। কিন্তু বাসে থাকা তাঁদের সব মালপত্র পুড়ে ছাই। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে পুলিশের অনুমান। মঙ্গলবার বেশি রাতে ওই দুর্ঘটনা ঘটে। বাসটি কানপুর থেকে পানিপথ যাচ্ছিল। দিন ছ'য়েক আগেই লখনৌয়ে চলন্ত বাসে আগুন লেগে দুই শিশু-সহ পাঁচ যাত্রী জীবন্ত দগ্ধ হয়ে মারা যান।

    দিল্লির পাঞ্জাবি বাজারে বিধ্বংসী আগুন। কেউ হতাহত না হলেও, পুড়ে ছাই বহু দোকান। সূত্রের খবর, বুধবার ভোর চারটে নাগাদ আগুন লাগে। শর্ট সার্কিট থেকে প্রথমে একটি আগুন ধরে যায়। সেই আগুন ছড়িয়ে যায় অন্য দোকানে। দমকলের কর্মীরা আগুন আয়ত্তে আনার চেষ্টা করছেন।

    এখনও বৃষ্টি থামেনি বেঙ্গালুরুতে। IMD জানিয়েছে, বুধবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে। বেঙ্গালুরু গ্রামীণ ও শহর দুই এলাকাতেই মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস।

    কারুর মাথাতেই ছিল না হেলমেট। দুরন্ত গতিতে ছুটছিল দুই বাইক। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কের ক্ষীরপাই সংলগ্ন বুড়িরপুকুর এলাকায় মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়েন দুই বাইকের ৫ আরোহীই। মৃত্যু চারজনের। মঙ্গলবার সন্ধের ঘটনা।

    আগামী কয়েকদিন মুম্বই-সহ মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টির পূর্বাভাস।মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে বৃষ্টি। এর জেরে জলমগ্ন হয়ে পড়েছে মুম্বইয়ের বিভিন্ন এলাকা। আন্ধেরিতে বন্ধ সাবওয়ে।

    সুপ্রিম কোর্টে সংশোধিত ওয়াকফ আইন সংক্রান্ত মামলার শুনানি রয়েছে আজ। প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি এজি মশিহ-এর বেঞ্চে হবে শুনানি।

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের আজ তৃতীয় দিন। উত্তরকন্যায় উত্তরবঙ্গের আটটি জেলার সঙ্গে আজ প্রশাসনিক বৈঠকে বসবেন তিনি।

  • Link to this news (এই সময়)