• আমেরিকান দাদার বিরিয়ানি: স্বাদ ভালো না, মালিককে ফোন হুমকি
    এই সময় | ২১ মে ২০২৫
  • এই সময়, অশোকনগর: বিরিয়ানির স্বাদ পছন্দ না হওয়ায় ফোনেই দোকান ভাঙচুর করার হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক ক্রেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানা এলাকায়। বিষয়টি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন অশোকনগরের ‘আমেরিকান দাদার বিরিয়ানি’ দোকানের মালিক দীপঙ্কর অধিকারী।

    অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ। অশোকনগরের বাসিন্দা দীপঙ্কর অধিকারী এক সময়ে রোজগারের জন্য আমেরিকায় গিয়েছিলেন।সেখানে তিনি একটি রেস্তোরাঁয় কুকের কাজ করতেন। দেশে ফেরার পর সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অশোকনগরেই বিরিয়ানির দোকান খুলে বসেন। দোকানের নামটাও তাই রেখেছেন ‘আমেরিকান দাদার বিরিয়ানি’।

    তাঁর দোকানে ১৭ জন কর্মী কাজ করেন। পরোক্ষ ভাবে তাঁর এই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন আরও অনেকে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অশোকনগরে বেশ জনপ্রিয়ও হয়েছে ওই দোকান। সোমবার রাতে অশোকনগরের মানিকতলা এলাকার বাসিন্দা সুমন রাজ বিরিয়ানি নিতে এসেছিলেন। পার্সেল নিয়ে চলে যান তিনি।

    অভিযোগ, ওই বিরিয়ানির স্বাদ পছন্দ হয়নি সুমনের।এর পরেই তিনি ফোন করে দোকানের মালিক দীপঙ্কর অধিকারীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, দোকান ভাঙচুর করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। হুমকি ফোনে আতঙ্কিত হয়ে দোকান মালিক দীপঙ্কর অধিকারী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

    দীপঙ্কর বলেন, ‘অসুস্থতার জন্য আমি সোমবার দোকানে ছিলাম না। বিরিয়ানি পছন্দ না হওয়ায় সুমন রাজ আমাকে ফোন করে দোকান ভাঙচুরের হুমকি দিয়েছে। এটা মেনে নেওয়া যায় না। এই দোকানের উপরে অনেকেরই রুটিরুজি নির্ভরশীল।’

  • Link to this news (এই সময়)