ঝড়বৃষ্টির তাণ্ডব চলছেই, আজ ৪ জেলা কাঁপাবে ভারী বৃষ্টি, আবহাওয়ার বিরাট অ্যালার্ট...
আজকাল | ২১ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মে মাসের গলদঘর্ম দশা থেকে কিছুদিনের জন্য রেহাই। চলতি মাসের চতুর্থ সপ্তাহে টানা ঝড়বৃষ্টির সম্ভাবনা বাংলায়। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জৈষ্ঠ্যের দাবদাহ থেকে আগামী সাতদিন মুক্তি পাওয়া যাবে। জেলায় জেলায় সাতদিন জারি থাকবে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী পাঁচদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না।
আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলায় আজ হলুদ সতর্কতা রয়েছে। আগামী দু'দিন অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবারেও দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। দুর্যোগ আপাতত পিছু ছাড়ছে না বাংলায়। আজ থেকে আগামী সাতদিন টানা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।
অন্যদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। আগামী সাতদিন তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গেও।