বাংলায় আসছেন মোদী, উত্তরবঙ্গ থেকেই ছাব্বিশের ভোটের প্রচার শুরু?
আজ তক | ২১ মে ২০২৫
উত্তরবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবারই একথা জানিয়েছেন আলিপুরদুয়ারের BJP সাংসদ মনোজ টিগ্গা। আগামী ২৯ মে আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে জনসভা করার কথা প্রধানমন্ত্রীর। অর্থাৎ ওই জনসভা থেকে মোদীই ২০২৬ সালের বিধানসভা ভোটের প্রচারের ডঙ্কা বাজিয়ে দেবেন বলে অনুমান রাজনৈতিক মহলের।
উল্লেখ্য, এই মুহূর্তে তিন দিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই প্রধানমন্ত্রীর উত্তরবঙ্গে আসার খবরে জোর চর্চা শুরু হয়েছে রাজ্যে।
মঙ্গলবার দুপুরে BJP-র একাধিক নেতা আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন। ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন, কালচিনির বিধায়ক বিশাল লামা। তখনই শুরু হয় জল্পনা। জানা যায়, ২৯ মে প্রধানমন্ত্রীর জনসভার জন্যই শুরু হয়েছে প্রস্তুতি।
সংবাদমাধ্যমে মনোজ টিগ্গা জানিয়েছেন, 'অপারেশন সিঁদুর'-এর সাফল্যের পর সেনাকে সম্মান জানাতে আগামী ২৯ মে উত্তরবঙ্গে জনসভা করবেন প্রধানমন্ত্রী। এই অপারেশনের পর দেশের একাধিক জায়গায় জনসভা করছেন তিনি। সেই কর্মসূচিরই অংশ হিসেবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে আসছেন মোদী। তবে রাজনৈতিক বিশ্লেষকদের অধিকাংশের মত, এই জনসভার মাধ্যমে আদতে ২৬-এর প্রচারের সূচনাই করে দিয়ে যাবেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ২০১৬ সালে ভোট প্রচারে শেষবার আলিপুরদুয়ারেই এসেছিলেন মোদী। সেখান থেকেই ২০২৬-এর আগে প্রথম জনসভা করবেন। প্রধানমন্ত্রী আসার খবর পৌঁছতেই BJP নেতাদের মধ্যে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। দলের নেতারা মোদী আসার খবর যে কিছুটা চাঙ্গা, তা সহজেই অনুমেয়।
২০২৬-এর ভোটের আগে জন বার্লার তৃণমূলে যোগদান উত্তরবঙ্গে ধাক্কা দিয়েছে BJP শিবিরকে। জন বার্লা জানিয়েছেন, উত্তরবঙ্গ তিনি দিদি-র হাতে তুলে দেবেন। আরও এক BJP নেতা যোগ দিতে পারেন তৃণমূলে, এমনটাও দাবি করেছেন এই দলবদলকারী নেতা। ফলে এর মাঝে মোদীর সফর পদ্ম শিবিরকে কিছুটা হলেও অক্সিজেন দেবে বলে মনে করা হচ্ছে।
কয়েকদিন আগেই মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে BJP-র জেতা আসন ছিনিয়ে নিয়েছে ঘাসফুল। এই আবহেই আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভা বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।