ভারতীয় সেনার সুরক্ষার জন্য প্রার্থনা! হেঁটেই গুয়াহাটি থেকে কেদারনাথ যাচ্ছেন তাপস
বর্তমান | ২১ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: গুয়াহাটি থেকে হাঁটা শুরু করেছেন। ১৮ দিনে এসে পৌঁছলেন জলপাইগুড়িতে। অসমের নলবাড়ির বাসিন্দা তাপস বৈশ্যের গন্তব্য কেদারনাথ। বুধবার তাঁর সম্পর্কে জানতে পেরে, জলপাইগুড়িতে তাঁকে শুভেচ্ছা জানান স্থানীয়রা। করে দেওয়া হয় পর্যটকের বিশ্রামের ব্যবস্থাও।তাপস জানান, তাঁর এই কেদারনাথ যাত্রা শুধুমাত্র ধর্মীয় উদ্দেশ্যে নয়। এর সঙ্গে জড়িয়ে আছে এক গভীর বার্তা। ভারতীয় সেনা জওয়ানদের জন্য প্রার্থনা করতে কেদারনাথ চলেছেন অসমের এই বাসিন্দা। তিনি বিশ্বাস করেন, দেশের সীমান্তে যাঁরা রোজ জীবনের ঝুঁকি নিয়ে পাহারা দেন, তাঁদের সুরক্ষার জন্য ঈশ্বরের আশীর্বাদ প্রয়োজন। তাই মহাদেবের চরণে পৌঁছে দেশের শান্তি ও সৈনিকদের নিরাপত্তার জন্য প্রার্থনা জানাবেন তিনি।এছাড়াও, পায়ে হেঁটে কেদারনাথ পৌঁছে বিশ্বশান্তি ও মানুষের মধ্যে ভালোবাসার বিস্তারের বার্তাও বিশ্ববাসীকে দিতে চাইছেন তাপস। তাঁর কথায় “আজ গোটা বিশ্ব জুড়ে চলছে হানাহানি, যুদ্ধ আর বিভেদ। আমি চাই সকলে মিলে একত্রে বসবাস করি, ভালোবাসা ছড়িয়ে পড়ুক মানুষের মধ্যে।”