‘দেখা করতে চাই’, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে খোলা চিঠি চাকরিহারাদের
প্রতিদিন | ২১ মে ২০২৫
রমেন দাস: চাকরির ভবিষ্যৎ কী? সুপ্রিম রায়ে চাকরিহারা ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর কাছে এ প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। নিজেদের দাবিতে বিকাশ ভবনের সামনে চলছে ধরনা। এই পরিস্থিতিতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে চেয়ে খোলা চিঠি লিখলেন চাকরিহারারা। পরীক্ষার পথে না হেঁটেই যাতে চাকরি সুনিশ্চিত করা যায়, সেবিষয়েই আন্দোলনকারী শিক্ষক-অশিক্ষক কর্মীরা আলোচনা করতে চাইছেন বলেই খবর।
‘যোগ্য শিক্ষক চাকরিহারা মঞ্চ’-এর তরফে জানানো হয়েছে, গত সোমবার রাতেই তাঁদের তরফে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে মেল করা হয়েছিল। নিজেদের পরিস্থিতি বর্ণনা করে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলেন তাঁরা। আগামী বুধবার বিকেলে তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়েছিলেন আন্দোলনকারীদের একাংশ। এই পরিস্থিতিতে আন্দোলনকারীদের আরেকদল খোলা চিঠি লেখার সিদ্ধান্ত নেন। তাঁদের দাবি, সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারলে সমাধানসূত্র মিলবে।
প্রসঙ্গত, নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এক কলমের আঁচড়ে চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। হাজারও টানাপোড়েনের পর সিদ্ধান্ত হয় যে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষকরা স্কুলে যেতে পারবেন। বেতনও পাবেন। তবে অশিক্ষক কর্মীরা আপাতত চাকরিহারা। আবারও নতুন করে পরীক্ষার ব্যবস্থা করতে হবে এসএসসিকে। তবে আর পরীক্ষা দিতে নারাজ ‘যোগ্য’ চাকরিহারারা। বিকাশ ভবনে টানা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তাঁরা।