• বস্তা নিয়ে বাস থেকে নামতেই ‘ব্যবসায়ী’ গ্রেফতার! কৃষ্ণনগরে ২৫ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ
    আনন্দবাজার | ২১ মে ২০২৫
  • মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। প্রায় ২৫ কেজি গাঁজা-সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করল তারা। ধৃত যুবকের নাম সুদীপ ঘোষ। তিনি কৃষ্ণনগরের গোহাট এলাকারই বাসিন্দা।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সুদীপ দীর্ঘ দিন ধরে গাঁজা পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। মঙ্গলবার একটি যাত্রিবাহী বাসে কোচবিহার থেকে বস্তাভর্তি গাঁজা নিয়ে আসছিলেন তিনি। গোপন সূত্রে ওই খবর পেয়ে আগে থেকেই তৈরি ছিল কোতোয়ালি থানার পুলিশ। নদিয়ার তারা মা মোড় সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কের ধারে সাদা পোশাকে ওত পেতে বসেছিলেন পুলিশ আধিকারিকেরা। একটা সময় সুদীপ বাস থেকে নামেন। সঙ্গে একটি বস্তা। খবর মিলে গিয়েছে! সঙ্গে সঙ্গে ওই যুবককে আটক করে পুলিশ। শুরু হয় জিজ্ঞাসাবাদ।

    প্রথমে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন অভিযুক্ত। তবে কিছু ক্ষণের মধ্যেই অপরাধের কথা স্বীকার করে নেন। এর পরে পুলিশের পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে সুদীপের কাছে থাকা বস্তার মুখ খোলা হয়। পাওয়া যায় ২৫ কেজি গাঁজা। গ্রেফতার করা হয় যুবককে। বাজেয়াপ্ত করা হয় মাদক। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার অমরনাথ কে বলেন, ‘‘মাদক পাচার রুখতে পুলিশ কঠোর পদক্ষেপ আগেও করেছে। এখনও করছে। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানবার চেষ্টা চলছে, এর পেছনে আরও কেউ জড়িত আছে কি না।’’
  • Link to this news (আনন্দবাজার)