• চার বছর জেল খেটে বেরিয়ে ‘কুটিরশিল্প’! শিলিগুড়ির বাড়ি থেকে গ্রেফতার দম্পতি ও ‘সহকারি’
    আনন্দবাজার | ২১ মে ২০২৫
  • ব্রাউন সুগার প্রসেসিং ইউনিট! শিলিগুড়িতে একটি বাড়িতে অভিযান চালাতে গিয়ে এমন কারখানার হদিস পেয়ে চক্ষু চড়কগাছে পুলিশের। গ্রেফতার মোট তিন জন।

    মঙ্গলবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ির মাটিগাড়া থানার লোকনাথ কলোনীর একটি বাড়িতে অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং মাটিগাড়ার থানার পুলিশের। তাদের যৌথ অভিযানে ‘কাঁচামাল’ এবং তৈরি হওয়া ব্রাউন সুগার উদ্ধার হল। বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ নগদ অর্থও। পুলিশ সূত্রে খবর, ওই বাড়ির কর্তা এবং গিন্নি মিলে ব্রাউন সুগার তৈরি এবং সরবরাহের কারবার চালাচ্ছিলেন।

    জানা গিয়েছে, মালদহের কালিয়াচক থেকে এক যুবক দম্পতিকে ব্রাউন সুগার তৈরির কাঁচামাল এনে দিতেন। স্বামী-স্ত্রী মিলে সেগুলো দিয়ে ব্রাউন সুগার তৈরি করতেন। তার পর নিজেরাই নিষিদ্ধ মাদক খোলা বাজারে বিক্রি করতেন। মঙ্গলবার বাড়িতে হানা দিয়ে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম ওয়াহিদুর শেখ, সোনম শা এবং আব্দুল মামিম। এঁদের মধ্যে ওয়াহিদুর এবং সোনম সম্পর্কে স্বামী-স্ত্রী।

    পুলিশ সূত্রে খবর, ওয়াহিদুর এর আগেও মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিলেন। অতীতে তিনি পুলিশের হাতে গ্রেফতারও হন। প্রায় সাড়ে চার বছর জেল খেটে বেরিয়ে মাটিগাড়া থানা এলাকার বিশ্বাস কলোনীর বাসিন্দা সোনমকে বিয়ে করে এই নতুন কারাবার ফেঁদে বসেছিলেন তিনি। ওয়াহিদুর এবং আব্দুল আদতে মালদহের বাসিন্দা।

    ওয়াহিদুরদের বাড়ি থেকে প্রায় দু’ কেজি ব্রাউন সুগার, নয় কেজি কাঁচামাল এবং ১৩ লক্ষ টাকা পেয়েছে পুলিশ। ধৃতদের সকলকে বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে হাজির করানো হবে। তদন্তের স্বার্থে তাঁদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। ডিসিপি (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, ‘‘মাদকের বিরুদ্ধে আমাদের লাগাতার অভিযান চলছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়েছিল পুলিশ। তাতে দু’কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়। তিন জনকে গ্রেফতার করা হয়েছে। আগামিকাল (বুধবার) তাঁদের আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে যা যা করণীয়, সব করা হবে।’’
  • Link to this news (আনন্দবাজার)