• জল জীবনের খরচে সন্দেহ, কেন্দ্রীয় দল বঙ্গেও
    আনন্দবাজার | ২১ মে ২০২৫
  • পশ্চিমবঙ্গের ছ’টি জেলায় জল জীবন মিশন প্রকল্পের কাজ দেখতে কেন্দ্রীয় সরকারের চারটি আধিকারিকদের দল রাজ্যে যাচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা ও নদিয়া জেলায় একাধিক পানীয় জল প্রকল্প খতিয়ে দেখবে এই দলগুলি।

    কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সচিবালয় সূত্রের খবর, গত ৮ মে ক্যাবিনেট সচিব টি ভি সোমনাথনের নেতৃত্বে এই প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখা হয়। তার পরেই গোটা দেশে কেন্দ্রীয় আধিকারিকদের ১০০টি দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এ জন্য কেন্দ্রীয় সরকারের ৯৯ জন আমলাকে নোডাল অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে। এর মধ্যে চারটি কেন্দ্রীয় দল পশ্চিমবঙ্গের ছ’টিজেলায় যাচ্ছে।

    এর আগে ১০০ দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনার মতো প্রকল্পের কাজ খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল পাঠানো হয়েছিল। তার পরে ১০০ দিনের কাজ, আবাস যোজনায় আর্থিক অনিয়মের অভিযোগে রাজ্যের টাকা আটকেদেয় কেন্দ্র।

    সরকারি সূত্রের বক্তব্য, জল জীবন মিশনের বহু প্রকল্পে খরচের অঙ্ক ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে বলে সন্দেহ তৈরি হয়েছে। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশেরই ১৮৩টি প্রকল্প রয়েছে। এর মধ্যে বিজেপিশাসিত রাজ্যের প্রকল্পের সংখ্যাই বেশি। তাই ২৯টি রাজ্যের ১৩৫টি জেলায় কেন্দ্রীয় দল পাঠানোরসিদ্ধান্ত হয়েছে।

    বিজেপিশাসিত মধ্যপ্রদেশ, রাজস্থান, ওড়িশায় সবথেকে বেশি কেন্দ্রীয় দল যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী, পশ্চিমবঙ্গের বাঁকুড়ার ১৪টি ব্লকে নলবাহিত জল প্রকল্প ও পুরুলিয়ার উত্তর অংশে নলবাহিত জল প্রকল্পের কাজ খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল যাবে। নেতৃত্বে থাকবেন কেন্দ্রীয় উপভোক্তা, খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের অধিকর্তা এ বি এস শালিনী। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের অধিকর্তা প্রণব তয়ালের নেতৃত্বে একটি দল হাওড়ার শ্যামপুর, বাগনান, উলুবেড়িয়ায় নলবাহিত জল প্রকল্প, দক্ষিণ ২৪ পরগনারফলতা-মথুরাপুর জল সরবরাহ প্রকল্পের কাজ দেখবে।

    কেন্দ্রীয় ছোট-মাঝারি শিল্প মন্ত্রকের অধিকর্তা অঙ্কিতা পাণ্ডের নেতৃত্বে একটি দল মালদার আর্সেনিক কবলিত এলাকা এবং শিক্ষা মন্ত্রকের অধিকর্তা সন্দীপ কুমার মিশ্রের নেতৃত্বে একটি দল নদিয়ার আর্সেনিক কবলিত এলাকা রানাঘাট, বাগদা ও সংলগ্ন বনগাঁর কিছু এলাকার জল সরবরাহ প্রকল্পের কাজ দেখবে। তবে নির্দিষ্ট ভাবেএই প্রকল্পগুলিতেই খরচ বাড়িয়ে দেখানো হয়েছে, এমন নয়।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৯-এ জল জীবন মিশন ঘোষণা করে ২০২৪-এর মধ্যে গ্রামের সমস্ত পরিবারে নলবাহিত জল পৌঁছনোর লক্ষ্য নিয়েছিলেন। পাহাড়ি রাজ্যগুলি বাদে বাকি সব রাজ্যে কেন্দ্রের খরচ ৫০ শতাংশ, বাকি ৫০ শতাংশ রাজ্যের। পাহাড়ি রাজ্যগুলিতে কেন্দ্রের খরচ ৯০ শতাংশ। প্রাথমিক অনুমান অনুযায়ী, প্রকল্পের মোট খরচ ধরা হয়েছিল ৩.৬০ লক্ষ কোটি টাকা। তাতে কেন্দ্রের ভাগ ছিল ২.০৮ লক্ষ কোটি টাকা। এখন ২০২৮-এর মধ্যে লক্ষ্যপূরণের সিদ্ধান্ত হয়েছে। আনুমানিক খরচ বেড়ে হয়েছে ৮.২০ লক্ষ কোটি টাকা। জল শক্তি মন্ত্রক সম্প্রতি বাড়তি ২.৩৯ লক্ষ কোটি টাকা চেয়েছিল। মাত্র ১.৫১ লক্ষ কোটি টাকার অনুমোদন মিলেছে। সরকারি কর্তারা মনে করছেন, বহু প্রকল্পের খরচ ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)