জমা জলের সমস্যায় এ বার উন্নয়নের দায়িত্বে নতুন কমিটি
আনন্দবাজার | ২১ মে ২০২৫
কলকাতায় বর্ষা মানেই অনেক জায়গায় জল জমে যাওয়া, যানজট-সহ আরও নানা ভোগান্তি। এই সমস্যা কমাতে কলকাতা পুরসভা আগেই চালু করেছে আধুনিক এক ব্যবস্থা— যেখানে আগেই জানা যায় কখন বৃষ্টি হবে, আর কোথায় জল জমতে পারে। এ বার সেই ব্যবস্থাকে আরও উন্নত ও কার্যকর করতে তৈরি করা হল একটি নতুন কমিটি।
সম্প্রতি পুরসভার তরফে জানানো হয়েছে, ‘আগাম বন্যা সতর্কতা ও জল নিয়ন্ত্রণ ব্যবস্থা’-র পরবর্তী কাজের জন্য যে নতুন ঠিকাদার সংস্থা দায়িত্ব পাবে, তাদের নির্বাচন করতে ১৩ জনের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি খতিয়ে দেখবে, কোন সংস্থা এই রক্ষণাবেক্ষণ ও সম্প্রসারণের কাজের জন্য সবচেয়ে উপযুক্ত। এই কমিটির সভাপতি হলেন যুগ্ম পুর কমিশনার। সঙ্গে থাকছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে বিশেষজ্ঞ এক অধ্যাপক। সেই সঙ্গে রয়েছেন পুরসভার নির্মাণ, নিকাশি, যন্ত্র, বিদ্যুৎ এবং তথ্যপ্রযুক্তি বিভাগের শীর্ষ আধিকারিকেরা।
পুরসভা জানিয়েছে, এই কমিটি খুব তাড়াতাড়ি বৈঠক করবে এবং দরপত্র খোলার কাজ শুরু হবে। শহরের যে সব জায়গায় প্রায়ই জল জমে, সেই সব জায়গা চিহ্নিত করে আগেভাগে জল বার করে দেওয়ার ব্যবস্থা নেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য।
এখন কলকাতার অনেক জায়গায় সেন্সর বসানো হয়েছে, যা সরাসরি তথ্য পাঠাচ্ছে— কোথায় কত জল জমেছে, পাম্প চালু আছে কিনা, তা নিয়ে। এই সব তথ্য সরাসরি পুরসভার নিয়ন্ত্রণ-ঘরে পৌঁছচ্ছে। এই ব্যবস্থাকে আরও দ্রুত ও নির্ভরযোগ্য করে তোলাই পুরসভার লক্ষ্য। পুরসভার মতে, এই আধুনিক ব্যবস্থা ঠিক ভাবে কাজ করলে বর্ষায় শহরের জল জমার সমস্যা অনেকটাই কমবে। ফলে, কলকাতার মানুষও অনেক স্বস্তিতে থাকবেন।