• কলকাতার আকাশে একাধিক ‘রহস্যময়’ ড্রোন? খোঁজ নিচ্ছে লালবাজার, কী বলছে সেনা?
    এই সময় | ২১ মে ২০২৫
  • কলকাতার আকাশে উড়ল রহস্যময় ড্রোন। কী কারণে ড্রোনগুলি ওড়ানো হয়েছে? উত্তর খুঁজছে কলকাতা পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সেনাও।

    জানা গিয়েছে, কলকাতা এবং শহরের নিকটবর্তী বেশ কিছু এলাকায় ড্রোনগুলিকে উড়তে দেখা গিয়েছে। ভিক্টোরিয়া থেকে শুরু করে ব্রিগেডের উপর দিয়ে এই সব ড্রোন উড়তে দেখা গিয়েছে।

    এমনকী, ড্রোনগুলি বিজয় দুর্গের (সাবেক ফোর্ট উইলিয়াম) আশেপাশে উড়েছে বলেও খবর। ফোর্ট উইলিয়াম প্রধানত আর্মি এরিয়া, তাই ওই এলাকা ‘রেড জ়োন’ বলেই চিহ্নিত। সেখানে ড্রোন জাতীয় কিছু ওড়ানোর ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। কী করে সেখানে এরকম ড্রোন ওড়ানো হলো, সে ব্যাপারে তদন্ত শুরু করা হয়েছে। 

    সেনার তরফেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সেনার তরফে জানানো হয়েছে, কলকাতায় ড্রোন দেখার খবর পাওয়া যাচ্ছে এবং বর্তমানে তা তদন্তাধীন। এই ঘটনার সত্যতা নিশ্চিত করার চেষ্টা চলছে। তথ্য প্রমাণিত হলে আরও তথ্য ভাগাভাগি করা হবে। এই মুহূর্তে, সংবাদমাধ্যমকে জল্পনা-কল্পনা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

  • Link to this news (এই সময়)