• আলিপুরদুয়ারে আসছেন নমো, ২৯ মে সভা
    এই সময় | ২১ মে ২০২৫
  • এই সময়,আলিপুরদুয়ার: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের রেশ কাটতে না কাটতেই এ বার আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার প্রস্তুতি শুরু হয়ে গেলো। জেলা বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ২৯ মে শহরের প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক ও রাজনৈতিক জনসভা করতে আসতে পারেন প্রধানমন্ত্রী।

    কিন্তু ‘অপারেশন সিঁদুর’ পরবর্তী আবহে জনসভা করার জন্য কেন আলিপুরদুয়ারের মাটিকেই বেছে নিলেন প্রধানমন্ত্রী? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চিকেনস নেকের গুরুত্ব, হাসিমারা বায়ু সেনা ছাউনি, চিনের ভৌগোলিক অবস্থান, বাংলাদেশ সীমান্ত ও সর্বোপরি উত্তর-পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্সের পরিস্থিতি বিশ্লেষণ করেই আলিপুরদুয়ারকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী।

    হাসিমারা বায়ু সেনা ছাউনির পাশে একটি অসামরিক বিমানবন্দর তৈরি নিয়ে জোরালো দাবি রয়েছে ডুয়ার্সের সাধারণ মানুষের। সেই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনও সবুজ সংকেত দেন কি না, সেটাও দেখার।

    প্রধানমন্ত্রীর জেলা সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার বৈঠক করেন আলিপুরদুয়ারের বিজেপি নেতৃত্ব। সেখান থেকে তাঁরা প্যারেড মাঠ পরিদর্শনে যান। দলে ছিলেন জেলা বিজেপি সভাপতি মিঠু দাস, আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা–সহ আরও অনেকে। ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনের কথায়, ‘আমাদের প্রথমিক ভাবে জানানো হয়েছে যে, আগামী ২৯ মে প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে বৈঠক ও রাজনৈতিক সভা করতে আসছেন। এর থেকে বেশি কিছু বলতে পারব না।’

  • Link to this news (এই সময়)