বাস ধর্মঘট প্রত্যাহার করলেন বাস মালিকরা। বৃহস্পতিবার ২২ মে থেকে ২৪ মে শনিবার পর্যন্ত তিন দিনের বাস ধর্মঘটের ডাক দিয়েছিল বেসরকারি বাস সংগঠনগুলি। তবে বুধবার তারা জানিয়ে দিয়েছে, এই ধর্মঘট আপাতত হচ্ছে না। সূত্রের খবর, কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনার পরই এই ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নেন বাস মালিকরা। আপাতত যা সিদ্ধান্ত হয়েছে, ১ সেপ্টেম্বর পর্যন্ত কোনও ধর্মঘটের পথে তাঁরা হাঁটবেন না বলে খবর।
সংযোগ পোর্টাল চালু ও পুলিশি জুলুমের অভিযোগ তুলে ওয়েস্ট বেঙ্গল বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন, জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, বেঙ্গল বাস সিন্ডিকেট, মিনিবাস অপারেটার্স কো অর্ডিনেশন কমিটি, ইন্টার ও ইন্ট্রা রিজিয়ান বাস অ্যাসোসিয়েশন তিন দিনের বাস ধর্মঘটের ডাক দিয়েছিল।
এ নিয়ে মঙ্গলবার পরিবহণ সচিবের সঙ্গেও আলোচনায় বসেছিলেন বাস মালিকরা। তবে সেই আলোচনার পরও তাঁরা জানিয়েছিলেন, বাস ও মিনিবাস ধর্মঘটের দাবিতে তাঁরা অনড়। তবে বুধবার সিদ্ধান্ত বদলের কথা জানান।
এ দিন কলকাতার নগরপালের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন বাস মালিকরা। তার পরই ঘোষণা করেন, ১ সেপ্টেম্বর পর্যন্ত তাঁরা কোনও বাস ধর্মঘট করছেন না। সংগঠনগুলির তরফে জানানো হয়েছে, তাদের দাবিগুলি সহানুভূতির সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। অনেকেই বলছেন, এই ধরনের বৈঠক সত্যিই নজিরবিহীন। কারণ, এ ধরনের কোনও সমস্যার ক্ষেত্রে সমাধানের পথ খুঁজতে পরিবহণ সচিবের সঙ্গেই বৈঠক করতে দেখা যায় বাস মালিকদের। তবে এ ক্ষেত্রে একেবারে সিপির সঙ্গে বৈঠক।