• বিশেষ ভাবে সক্ষমদের পাশে দাঁড়াতে চান জুন
    এই সময় | ২১ মে ২০২৫
  • সুমন ঘোষ, খড়্গপুর

    বিশেষ ভাবে সক্ষমদের পাশে দাঁড়াতে চান মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। তাঁদের শ্রবণযন্ত্র, হুইল-চেয়ার এবং ক্রাচ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ ব্যাপারে শিশু ও কিশোরদের তিনি অগ্রাধিকার দিতে চান। সেজন্য তাঁর সাংসদ তহবিল থেকে বছরে অন্তত ৪০-৫০ লক্ষ টাকা ব্যয় করা হবে। জুন বলেন, 'বিশেষ ভাবে সক্ষম অনেক ব্যক্তি রয়েছেন, যাঁদের শ্রবণযন্ত্র, হুইল চেয়ার বা ক্রাচ পেলে উপকারে লাগবে। সেই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছি। শিশু ও কিশোরদের জন্য আমি এই কাজটি সবার আগে করতে চাই।'

    মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা রয়েছে। মেদিনীপুর, খড়গপুর গ্রামীণ, খড়গপুর শহর, কেশিয়াড়ি, নারায়ণগড়, দাঁতন এবং পূর্ব মেদিনীপুর জেলার এগরা। এই সব বিধানসভা এলাকাতেই কমবেশি বিশেষ ভাবে সক্ষম ব্যক্তি রয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই গরিব। প্রয়োজন থাকা সত্ত্বেও টাকার অভাবে শ্রবণযন্ত্র, ক্রাচ বা হুইল-চেয়ার কিনতে পারেন না।

    সাংসদ এলাকার উন্নয়নের জন্য বছরে পাঁচ কোটি টাকা পান সাংসদরা। সেই টাকায় সেতু নির্মাণ, স্কুল ভবন তৈরি, কলেজে কমিউনিটি হল তৈরির মতো কাজ করেন অনেকেই। মেদিনীপুরের সাংসদও সেই সব কাজে অর্থ বরাদ্দ করেছেন। তার পাশাপাশি বিশেষ ভাবে সক্ষম মানুষের কষ্টের বিষয়টি তাঁর হৃদয় ছুঁয়ে গিয়েছে। সাংসদ বলেন, 'প্রতি বিধানসভায় বছরে ৬-৭লক্ষ টাকা বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের সাহায্যের কাজে লাগাতে চাই। পাঁচ বছর ধরেই এই কাজটি করব।'

    সাংসদ জানান, এ জন্য গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, বিডিও, স্বাস্থ্য দপ্তর সবার কাছ থেকেই তালিকা সংগ্রহ করা হবে। সেই তালিকা ধরেই নিয়ম করে প্রতি বছর দেওয়া হবে সাহায্য। তার জন্য মেদিনীপুর ও বেলদায় শিবির হবে। সেখানেই বিশেষ ভাবে সক্ষমদের হাতে তুলে দেওয়া হবে এই সব সরঞ্জাম।

    সাংসদের কথায়, 'ইতিমধ্যেই বিষয়টি আমি জেলাশাসককেও জানিয়েছি। যত দ্রুত তালিকা পাব, তত দ্রুত কাজ শুরু করতে পারব।' প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদরিও বিশেষ ভাবে সক্ষমদের সমস্যা জানতে একটি কর্মশালার আয়োজন করেছিলেন। তাঁদের কী কী সমস্যা রয়েছে তা জানতে একটি সংস্থাকে দায়িত্বও দেওয়া হয়েছে। সেখান থেকেও অনেক বিশেষ ভাবে সক্ষম ব্যক্তির তালিকা মিলবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

  • Link to this news (এই সময়)