• ‘‌সীমান্তবর্তী এলাকায় নজরদারি বৃদ্ধি করুন’‌, উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে পুলিশকে নির্দেশ মমতার ...
    আজকাল | ২১ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ উত্তরবঙ্গ সফরে এসে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৈঠকে পুলিশ–প্রশাসনকে সাবধান করে সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানোর কথা বলেন মমতা।

    বুধবারের বৈঠকে উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলার এসপি, আইসি এবং ওসিদের সর্তক থাকার কথা বলেন মমতা। পাশাপাশি তিনি স্থানীয় বাসিন্দাদেরও সাবধান করেন। মমতা জানান, ভিনরাজ্য থেকে কেউ কেউ ঢুকে স্থানীয়দের ব্যক্তিগত তথ্য নিয়ে চলে যাচ্ছে। মমতা তাই বলেছেন, ‘‌সবাই সাবধানে থাকুন। বাইরে থেকে এসে কোনও জঙ্গি যেন শেল্টার নিতে না পারে। আবার কেউ যেন ব্যক্তিগত তথ্যও হাতিয়ে না নিতে পারে।’‌ তাই ব্যক্তিগত তথ্য কারও সঙ্গে শেয়ার করতে বারণ করেছেন মমতা।

    পুলিশকে আরও সক্রিয় থাকতে হবে বলে জানান মমতা। বিশেষ করে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকায়। 

    এর পাশাপাশি দুর্যোগ সামলাতে প্রশাসনকে কড়া নির্দেশও দিয়েছেন মমতা। ইতিমধ্যেই উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই একাধিক জেলায় ভারী বৃষ্টিও হয়েছে। উত্তর সিকিম ধসে বিপর্যস্ত। তিস্তা–সহ একাধিক নদী ফুঁসছে। উত্তরবঙ্গের নদীগুলিতেও জল বাড়ার আশঙ্কা রয়েছে। সেসব দিক খতিয়েই উত্তরবঙ্গের জেলা প্রশাসনকে সতর্ক থাকতে আগাম নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বর্ষার আগে প্রয়োজনীয় কাজকর্ম শেষ করতেও তিনি নির্দেশ দেন। 

    পাশাপাশি ভেজাল ওষুধ নিয়েও সরব হন মমতা। বলেন, ‘‌গুজরাট, উত্তরপ্রদেশ থেকে ভেজাল ওষুধ ঢুকছে। সন্দেহজনক মনে হলেই ওষুধের নাম ও ছবি তুলে রাখুন। ওষুধ কেনার আগে ভাল করে দেখে নিন।’‌  

     
  • Link to this news (আজকাল)