• দ্বিগুণ হবে সোনা, শুধু এই মন্ত্র জপ করুন, অং, বং, চং, ঢং
    আজকাল | ২১ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: দ্বিগুণ হবে সোনা। শুধু যা বলব তাই করতে হবে। বিশ্বাসে বস্তু মিলতে পারে বলে গয়না তুলে দেওয়া হল সাধুর হাতে। কথায় ভুলিয়ে সেই গয়না নিয়ে চম্পট ভন্ড সাধুর। কিন্তু শেষরক্ষা হয়নি। অভিযোগ পাওয়ার পর খোঁজ করে দক্ষিণেশ্বর এলাকা থেকে চার অভিযুক্তকে গ্রেপ্তার করল হাওড়া থানার পুলিশ। ধৃতরা সকলেই বিহারের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাধুর বেশে বাড়ি ঢুকে বাড়ির মহিলাদের কথার জালে জড়িয়ে সোনা-সহ দামি জিনিস নিয়ে চম্পট দিত অভিযুক্তরা। 

    পুলিশ জানায়, সম্প্রতি হাওড়া থানার রামেশ্বর মালিয়া লেনের এক বাসিন্দা পুলিশের কাছে অভিযোগ করেন, তাঁর বাড়িতে সাধু সেজে চারজন আসে‌‌। এরপর স্ত্রীকে সোনার গয়না দ্বিগুণ করে দেওয়ার টোপ দিয়ে কথায় ভুলিয়ে দেয়। তাদের কথায় বিশ্বাস করে অভিযোগকারীর স্ত্রী তাঁর গয়না এদের হাতে তুলে দেয়। তাঁর সামনে নানারকম মন্ত্র উচ্চারণ করে অভিযুক্তরা তাঁকে ভুলিয়ে গয়না নিয়ে চম্পট দেয়। 

    পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলে তারা জানতে পারে এভাবে আরও বেশ কয়েকজন মহিলাকে ঠকিয়েছে প্রতারকরা। এলাকার সিসিটিভি ফুটেজ এবং সোর্স মারফত খবর পেয়ে দক্ষিণেশ্বর থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ।
  • Link to this news (আজকাল)