• রবীন্দ্র সরোবরে গাছ পড়ে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির
    আজকাল | ২১ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:  খাস কলকাতায় গাছ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার দুপুরে রবীন্দ্র সরোবরের ভিতর ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। ঘড়িতে তখন দুপুর দুটো বাজে। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে বাঙুর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম কমল দে। ৪৭ বছরের কমল দে-র কালীঘাট মন্দির চত্বরে ফুলের দোকান রয়েছে।

    মঙ্গলবার দুপুরে রবীন্দ্র সরোবর ভিতরে একটি গাছ উপড়ে পড়ে। সেখানেই বসে ছিলেন কমল দে। গাছ তার উপরে পড়ে যায়। গুরুতর আহত হন কমল। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত বলে জানানো হয়।

    এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দিয়েছে। 
  • Link to this news (আজকাল)