• মুর্শিদাবাদে হিংসা : TMC নেতা মেহবুবের নেতৃত্বে হামলা, তদন্ত কমিটির বিস্ফোরক রিপোর্ট
    আজ তক | ২১ মে ২০২৫
  • মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসা নিয়ে হাইকোর্ট নিযুক্ত তদন্ত কমিটির রিপোর্টে উঠে এল একের পর এক বিস্ফোরক অভিযোগ। আদালতের নির্দেশে গঠিত তিন সদস্যের এই কমিটি বেতবোনা ও সংলগ্ন এলাকায় পরিদর্শন করে তৈরি করেছে রিপোর্ট, যার ছত্রে ছত্রে উঠে এসেছে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ।

    কমিটি জানিয়েছে, শুধুমাত্র বেতবোনাতেই ১১৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু আক্রান্ত পরিবার আশ্রয় নিয়েছিল মালদহে। অভিযোগ, সেখান থেকে জোর করে তাঁদের ফিরিয়ে আনা হয়েছে। আক্রান্তদের অভিযোগ, পুলিশ সহযোগিতা তো করেনি বরং নিষ্ক্রিয় থেকেছে।

    সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অভিযোগটি উঠে এসেছে, তা হল – স্থানীয় কাউন্সিলর মেহবুব আলমের বিরুদ্ধে। তদন্ত কমিটির দাবি, তাঁর নেতৃত্বেই ওই এলাকায় হামলা চালানো হয়েছে। একাধিক প্রত্যক্ষদর্শীর বক্তব্য ও প্রমাণের ভিত্তিতে এই তথ্য উঠে এসেছে বলে জানা গেছে।

    অন্যদিকে, তৃণমূল কাউন্সিলর মেহবুব আলম সংবাদমাধ্যমকে এই অভিযোগ অস্বীকার করে বলেন, "কেউ মুখে বলে দিলেই আমি দোষী হয়ে যাব? প্রমাণ লাগবে না? গণ্ডগোলের সময় আমি প্রাণ বাঁচাতে নাদাবপাড়ায় ছিলাম, তখন বেতবোনায় গিয়ে কীভাবে হামলা চালালাম?"

    রিপোর্টে সামসেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের নাম স্পষ্ট করে উল্লেখ করা হয়নি। তবে বলা হয়েছে, তিনি ঘটনাস্থল ‘তদারকি’ করেছেন এবং পরিদর্শন করেছেন। এতে আরও জল্পনা তৈরি হয়েছে।

    তদন্ত রিপোর্ট সামনে আসতেই রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। বিরোধীদের দাবি, এই রিপোর্ট প্রমাণ করে যে শাসকদলের ছত্রছায়ায় থেকে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে এবং পুলিশ নিশ্চুপ থেকেছে। যদিও সরকারি স্তরে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    বেতবোনায় ১১৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত

    পুলিশের নিষ্ক্রিয়তার তীব্র অভিযোগ

    আক্রান্তদের জোর করে মালদহ থেকে ফেরানো হয়েছে

    রাজ্য রাজনীতিতে শুরু নতুন বিতর্ক

     
  • Link to this news (আজ তক)