• হাওড়া স্টেশনে আজও নরকযন্ত্রণা, কত ট্রেন বাতিল-লেট?
    আজ তক | ২১ মে ২০২৫
  • মঙ্গলবারের পর বুধবারও দূরপাল্লার একাধিক ট্রেন বাতিল হওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। রেলের তরফে জানানো হয়েছে, বুধবার হাওড়া থেকে ৫টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। পরিস্থিতির উপর নির্ভর করে বাতিল হতে পারে লোকাল ট্রেনও। এর ফলে হাওড়া স্টেশনে আটকে পড়া অসংখ্য যাত্রীর দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ।

    দক্ষিণ-পূর্ব রেলের সাঁতরাগাছি জংশনে সিগন্যাল বিভ্রাটের জেরেই এই বিশৃঙ্খলা শুরু। মঙ্গলবার এই প্রযুক্তিগত সমস্যার কারণে কান্ডারি, দুরন্ত, জনশতাব্দী-সহ একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল হয়ে যায়। ট্রেন চলাচল কার্যত থমকে দাঁড়ায়। কিছু ট্রেন ঘুরপথে চালানো হলেও, অনেক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। ফলে যারা আগে থেকেই যাত্রার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন, তারা এখন বাধ্য হয়ে হাওড়া স্টেশনে সময় কাটাচ্ছেন।

    স্টেশনে ঢুকলেই যাত্রীদের চোখে-মুখে আতঙ্ক, ক্ষোভ আর ক্লান্তি স্পষ্ট। মাইকে বারবার ঘোষণা চলছে ট্রেনের সময়সূচি পরিবর্তনের কথা, রেল দুঃখপ্রকাশও করছে। কিন্তু যাত্রীদের একটাই প্রশ্ন— শুধু দুঃখপ্রকাশে কী হবে?

    এদিকে দক্ষিণ-পূর্ব শাখার নিত্যযাত্রীরাও সমস্যায় পড়েছেন। লোকাল ট্রেনগুলো নির্দিষ্ট সময়ে আসছে না, আর এদিকে স্টেশনে যাত্রীদের ভিড় এতটাই বেশি যে স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে। পরিস্থিতির উন্নতির কোনও আশু সম্ভাবনা নেই বলেই মনে করছেন রেলকর্তারা। আপাতত যাত্রীদের ধৈর্য ধরেই এই যন্ত্রণা মেনে নেওয়া ছাড়া উপায় নেই।

     
  • Link to this news (আজ তক)