• কলকাতার আকাশে একাধিক ড্রোনে রহস্য-আতঙ্ক, তদন্তে ইস্টার্ন কমান্ড
    আজ তক | ২১ মে ২০২৫
  • কলকাতার বিশেষ বিশেষ জায়গায় অজানা ড্রোনে কলকাতা পুলিশের নজরে আসে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। কোথা থেকে এল এই ড্রোন? এর পিছনে উদ্দেশ্য কী? তদন্তে নেমেছে সেনা, বায়ুসেনা এবং লালবাজার পুলিশ। সোমবার রাত পৌঁনে দশটা নাগাদ ড্রোনগুলি আকাশে উড়তে দেখা যায় বলে দাবি করা হয়েছে।

    সূত্রের খবর, প্রায় ৪৫ মিনিট ধরে এগুলি ওড়ে আকাশে ওড়ে। ৪টি ড্রোনের কথা উল্লেখ করা হয়। এরপর লালবাজার কন্ট্রোল রুমে ড্রোন ওড়ার বিষয়ে জানায় কলকাতা পুলিশ। এ বিষয়ে সমস্ত থানাকে সতর্ক করা হয়েছে। সোমবারের পর থেকে চলছে তদন্ত।  

    ইস্টার্ন কমান্ড এ বিষয়ে তদন্ত করছে। তাদের কাছে ড্রোন ওড়ার খবর এসেছে। তবে এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে। এগুলি কী ধরনের ড্রোন তা খোঁজ নেওয়া হচ্ছে। পাশাপাশি ড্রোনগুলি খেলনা ড্রোন কিনা তা খতিয়ে দেখবে ইস্টার্ন কমান্ড। কেন্দ্রের তরফে এই সংক্রান্ত রিপোর্ট চাওয়া হয়েছে। পরে সেনাবাহিনীর তরফে জানানো হয়, প্রতিরক্ষামন্ত্রক এমন কোনও বিবৃতি প্রকাশ করেনি। প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে, সমস্ত তথ্য জানার পরই সরকারি বিবৃতি দেওয়া হবে।

    সংবাদমাধ্যমে এও দাবি করা হয়, মহেশতলার দিক থেকে হেস্টিংস হয়ে ফোর্ট উইলিয়াম, ব্রিগেড ময়দান, ভিক্টোরিয়া মোমোরিয়ালের ওপর দিয়ে ড্রোনগুলি উড়তে দেখা  গেছে। এরপর কিছু ড্রোন পূর্ব কলকাতা এবং কিছু উত্তর কলকাতার দিকে চলে যায় বলে জানা গেছে। 

    এদিকে, গত ১১ মে বাংলা-বাংলাদেশ সীমান্তে ড্রোন উদ্ধারের ঘটনা সামনে আসে। ভারত-পাকিস্তান সংঘর্ষের সময় ঘটনাটি ঘটে। ১০ মে রাতে এই ড্রোনগুলি উড়ে আসে বলে খবর। বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার দুর্গাপুর-বরোজডিহি গ্রামে ড্রোন উদ্ধার হয়। যদিও বিএসএফের তরফে দাবি করা হয়, এই ধরনের ড্রোন ইভেন্টে ব্যবহার করা হয়।
  • Link to this news (আজ তক)