• বর্ষার আগে টানা ২ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস, কবে-কোন কোন জেলায়?
    আজ তক | ২১ মে ২০২৫
  • বর্ষার আগে দুর্যোগের সম্ভাবনা বাংলায়। ফের ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তবে এবার আর একটি নয়, জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে। আর এর প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। বৃষ্টি হলে গরম থেকে খানিকটা স্বস্তি মিলতে পারে বলে মনে করা হচ্ছে। অন্য দিকে, এ বছর সময়ের আগেই বর্ষা ঢুকতে পারে বলে মনে করা হচ্ছে। 

    কোন কোন জেলায় বৃষ্টি?

    হাওয়া অফিস সূত্রে খবর, আজ থেকে ২৭ মে পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ থেকে ২৭ মে পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া।

    কোন কোন জেলায় ভারী বৃষ্টি?

    হাওয়া অফিস জানিয়েছে, আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    বর্ষার আপডেট


    এ বছর সময়ের আগেই বর্ষা প্রবেশ করতে চলেছে দেশের স্থলভাগে। মঙ্গলবার মৌসম ভবনের পূর্বাভাস, আগামী ৪-৫ দিনের মধ্যেই কেরলে বর্ষা ঢোকার পরিস্থিতি তৈরি হতে পারে। যা নির্ধারিত সময়ের অনেকটা আগেই। 

    বাংলাতেও কি আগে ঢুকবে বর্ষা?

    হাওয়া অফিসের এক আধিকারিক জানিয়েছেন, কেরলে আগে বর্ষা ঢুকলেই যে বাংলাতেও আগে বর্ষা আসবে, তার কোনও যোগ নেই। বাংলায় ঠিক কবে নাগাদ বর্ষা আসবে, তা এখনও স্পষ্ট নয়। এ রাজ্যের মধ্যে উত্তরবঙ্গে প্রথম পা রাখে বর্ষা। সেখানে বর্ষার আসার স্বাভাবিক সময় ৮ জুন। দক্ষিণবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময় ১০ জুনের পর। এ বার তার আগেই বাংলায় বর্ষা ঢুকবে কিনা, সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্ট মহল। 

    কেমন থাকবে তাপমাত্রা?

    আবহাওয়া দফতর জানিয়েছে,  গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না।
     
  • Link to this news (আজ তক)