পিয়ালি মিত্র ও বিক্রম দাস: কলকাতার আকাশে একসঙ্গে ৮টি ড্রোন! সোমবার, ১৯ তারিখ রাতে এই ড্রোনগুলিকে উড়তে দেখা যায় বলে খবর। কলকাতা পুলিস সূত্রে খবর, রাত সাড়ে ১০টা নাগাদ এই ড্রোনগুলিকে দেখা যায়! রেড জোন এলাকায় এই ড্রোনগুলিকে দেখা যায়। প্রায় ২৫ মিনিট ধরে ৮ থেকে ১০টা ড্রোন দেখা যায় বলে খবর কলকাতা পুলিস সূত্রে।
কোথা থেকে এই ড্রোনগুলি আসল তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কলকাতা পুলিস। হেস্টিংস এলাকায় এই ড্রোনগুলিকে দেখা যায় বলে খবর। হেস্টিংস, রবীন্দ্রসদন, ভিক্টোরিয়া মেমোরিয়ালের উপর প্রায় ২৫ মিনিট ধরে ড্রোনগুলিকে দেখা যায় বলে দাবি কলকাতা পুলিসের। এখন যে এলাকায় ড্রোনগুলিকে দেখা গিয়েছে বলে দাবি, সেই এলাকাটি রেড জোন। ওখানে ড্রোন ওড়ানোর কোনও অনুমতি নেই। তাহলে ড্রোনগুলি কোথা থেকে এল? উঠছে প্রশ্ন। ভারত-পাক সাম্প্রতিক পরিস্থিতি ও গুপ্তচরবৃত্তির প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ইতিমধ্যেই কলকাতার আকাশে ড্রোনের বিষয়ে সেনা ও বায়ুসেনাকে খবর দিয়েছে কলকাতা পুলিস। কলকাতা পুলিসের পাশাপাশি তদন্ত শুরু করেছে সেনাও। কলকাতা পুলিসের কাছ থেকে খবর পেয়েই এই বিষয়ে তদন্ত শুরু করেছে সেনা। সেনার তরফে জানানো হয়েছে, "কলকাতার আকাশে ড্রোন দেখা যাওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনার সত্যতা যাচাইয়ের চেষ্টা চলছে। ঘটনার সত্যতা যাচাইয়ের পরই আরও তথ্য জানানো হবে।"