সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরের প্রশাসনিক সভা থেকে ফের ভোটার লিস্ট নিয়ে ডিএম-এসপিদের সতর্ক থাকার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee)। বললেন, “এক একজনের তিন জায়গায় নাম। এদের শনাক্ত করুন।” এরপরই তিনি দাবি করলেন, সর্ষের মধ্যেই ভূত আছে! এতেই ওয়াকিবহল মহলের প্রশ্ন, তবে কি ভোটার তালিকার কাজে যুক্ত সরকারি কর্মীদের একাংশকেই নিশানা করলেন মুখ্যমন্ত্রী?
৩ দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার দুপুরে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই সীমান্তে নজরদারি বৃদ্ধি-সহ একাধিক নির্দেশ দেন তিনি। সেখানেই ওঠে ভোটার তালিকায় গরমিল প্রসঙ্গ। তখনই জেলাশাসক ও পুলিশ সুপারদের একাধিক নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বলেন, “একজনের তিনটে করে জায়গায় নাম। এটা যারা করছেন, তাঁদের শনাক্ত করুন। সর্ষের মধ্যে ভূত আছে। প্রশাসনের কর্মী যারা ভোটার লিস্টের কাজ করেন, তাঁদের ভালো করে দেখে শুনে কাজ করতে বলুন।” এরপরই মুখ্যমন্ত্রী জানান, মুর্শিদাবাদে যেখানে ভোটের কাজ হয়, সেখানে গিয়েছিলেন তিনি। কিন্তু কাউকে দেখতে পাননি। তা নিয়ে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)বলেন, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে তৃণমূল কর্মী, পুলিশের সঙ্গে আলাপ জমাচ্ছে। সুযোগ বুঝে জেনে নিচ্ছে তাঁদের পরিচয়, খুঁটিনাটি। এবিষয়ে সকলকে সতর্ক থাকার বার্তা দেন তিনি। উল্লেখ্য, ভুয়ো ভোটার লিস্ট নিয়ে দীর্ঘদিন ধরেই তুলকালাম চলছে রাজ্য রাজনীতিতে। ‘ভূতুড়ে’ ভোটার খুঁজতে একটি কোর কমিটি গড়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে ৩৬ জনের এই কমিটির অন্যতম সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বেশ কয়েকজন বিধায়ক।