চাই বিশেষ প্রস্তুতি, এখন থেকেই বর্ষায় দুর্যোগ মোকাবিলায় তৈরি থাকার নির্দেশ মমতার
প্রতিদিন | ২১ মে ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গের পাশের রাজ্য সিকিমে দুর্যোগ চলছে। দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টিও হয়েছে গত দু’দিন। এই পরিস্থিতিতে সম্ভাব্য দুর্যোগ সামলাতে প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই বর্ষার আগে বিপর্যয় রুখতে প্রশাসনকে বার্তা দিলেন তিনি। তবে কেবল উত্তরবঙ্গের বন্যাই নয়, গোটা রাজ্যের ক্ষেত্রেই বর্ষার দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
ভুটানের বাঁধ থেকে জল ছাড়লে উত্তরবঙ্গের জেলাগুলিতে বন্যা পরিস্থিতির তৈরি হয়। সেই কথাও এদিন জানিয়েছেন মমতা। পাশাপাশি কেন্দ্রকে কাঠগড়ায় তুলে বন্যা মোকাবিলায় বাংলা বঞ্চিত হয়, এদিন সেই অভিযোগ আরও একবার করলেন মুখ্যমন্ত্রী।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দুর্যোগের বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একাধিক জেলায় ভারী বৃষ্টিও দেখা গিয়েছে। সিকিমে গতকাল রাত থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। উত্তর সিকিম ধসে বিপর্যস্ত। তিস্তা-সহ একাধিক নদী ফুঁসছে। উত্তরবঙ্গের নদীগুলিতেও জল বাড়ার আশঙ্কা রয়েছে। গত কয়েক বছর ধরে বর্ষায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বন্যা দেখা গিয়েছে। সেসব দিক খতিয়েই উত্তরবঙ্গের জেলা প্রশাসনকে সতর্ক থাকতে আগাম নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বর্ষার আগে প্রয়োজনীয় কাজকর্ম শেষ করতেও এদিন তিনি নির্দেশ দিয়েছেন। বর্ষার সময় যাতে বন্য জন্তুদের খাবারের সমস্যা না হয়, সেদিকটিও দেখার কথা জানিয়েছেন মমতা।
বর্ষার সময় রাজ্যের একাধিক জেলা বন্যায় ডুবে যায়। ঝাড়খণ্ডের ছাড়া জলে বাংলার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বহু জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। এদিকে সিকিম ও ভুটানের থেকে আসা জলে বিপর্যস্ত হয় উত্তরবঙ্গের একাধিক জেলা। মালদহেও গঙ্গায় ভাঙন দেখা যায়। বর্ষার আগেই জেলা প্রশাসনকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। এখন থেকেই দুর্যোগ রুখতে প্রশাসনকে টিম তৈরির বার্তা দিয়েছেন তিনি। জেলাশাসক, পুলিশ সুপারদের এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। বন্যার আগে কাজ শেষ করার কথাও বলা হয়েছে। উত্তরবঙ্গের অরণ্যে প্রচুর পরিমাণে জীবজন্তু থাকে। বর্ষার দুর্যোগে যাতে জঙ্গলে পশুদের খাবার না কমে যায়, সেদিকটিও খতিয়ে দেখতে বলেছেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “ভুটানের বাঁধ থেকে জল ছাড়লে বাংলা ডোবে। বন্যা মোকাবিলায় কেন্দ্র টাকা দেয় না।” সব রাজ্য টাকা পেলেও বাংলা বঞ্চিত। সেই অভিযোগও এদিন করেছেন তিনি। বন্যার সময় প্রশাসনকে সাধারণ মানুষের পাশে থাকার বার্তাও এদিন তিনি দিয়েছেন। সমস্ত টিম যাতে একসঙ্গে কাজ করে, সেই কথাও বলা হয়েছে। উত্তরবঙ্গে একাধিক জেলায় দিন কয়েক ধরেই ভারী বৃষ্টি চলছে। ফলে এই পরিস্থিতিতে প্রশাসন আরও সজাগ রয়েছে।