রবিবার সকাল থেকেই কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে চলবে মেট্রো, জানাল কর্তৃপক্ষ
প্রতিদিন | ২১ মে ২০২৫
নব্যেন্দু হাজরা: আগামী রবিবার ইউপিএসসির প্রিলিমিনারি পরীক্ষা। সেই কথা মাথায় রেখে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত অতিরিক্ত মেট্রো (Kolkata Metro) চালানোর সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। ২৫ তারিখ আপ ও ডাউন মিলিয়ে ১৩৮টি মেট্রো চালানো হবে। সকাল ৯টার পরিবর্তে ৭টা থেকে পরিষেবা শুরু হবে। সকাল ৯ টা পর্যন্ত ৩০ মিনিটের ব্যবধানে মেট্রো চলবে। তারপর থেকে যেমন পরিষেবা দেওয়া হয় তেমনই মেট্রো চলবে।
সপ্তাহান্তে মেট্রো পরিষেবা সকাল ৯টা থেকে পরিষেবা শুরু হয়। কিন্তু এই রবিবার সকাল ৭টায় পরিষেবা শুরু করা হবে। সেই দিন ইউপিএসির প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে।পরীক্ষার্থীদের সুবিধার্থে সকাল থেকে পরিষেবা শুরু করা হবে। মেট্রো সূত্রে জানা গিয়েছে, ওই দিন আপে ৬৯টি ও ডাউনে ৬৯টি মেট্রো চলবে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, কবি সুভাষ থেকে দক্ষিণশ্বরের দিকে প্রথম মেট্রো (Kolkata Metro) সকাল ৯টার পরিবর্তে শুরু হবে সকাল ৭টায়। নোয়াপাড়া থেকে কবি সুভাষ, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭টা থেকে। রাতে শেষ মেট্রো ছাড়ার সময়ে কোনও পরিবর্তন করা হয়নি। প্রতি সপ্তাহের মতোই কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৭ মিনিটে। দক্ষিণশ্বর থেকে কবি সুভাষের মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৩ মিনিটে। কবি সুভাষ থেকে দমদমের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে।