• উত্তরবঙ্গ টু দিঘা, NBSTC-র স্পেশাল সিক্স, কখন কোথা থেকে ছাড়বে? ভাড়া কেমন?
    এই সময় | ২১ মে ২০২৫
  • চাঁদকুমার বড়াল

    উত্তরবঙ্গের ছয় জেলা থেকে সোজা পূর্ব মেদিনীপুরের দিঘা, এক বাসেই জগন্নাথ মন্দির দর্শন। মঙ্গলবারই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (NBSTC)-এর ভলভো বাস পরিষেবার সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন কোন সময়ে চলবে বাসগুলি, ভাড়া কত হবে? জেনে নিন বিস্তারিত।

    জানা গিয়েছে, সমস্ত প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। এক সপ্তাহের মধ্যেই বাসগুলি রাস্তায় নামবে। কারণ এখনও বাসের ভাড়া, সময়সীমা চূড়ান্ত হয়নি। একই সঙ্গে ভলভো বাস চালানোর জন্য পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত চালক এই মুহূর্তে নিগমের হাতে নেই। একটি এজেন্সির কাছ থেকে অন্তত ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত চালক নিয়ে পরিষেবা শুরু করতে চলেছেন তারা।

    উত্তরবঙ্গের ছয় জেলা সদর কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ এবং মালদা শহর থেকে এই বাসগুলি দিঘা পর্যন্ত সপ্তাহে দু’দিন করে চলাচল করবে। অনলাইন এবং অফলাইনে টিকিট কাটার সুবিধা থাকছে। ৪২ আসন বিশিষ্ট হবে এই ভলভো বাসগুলি।



    এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে, কোচবিহার থেকে সোম ও মঙ্গলবার বেলা দু’টোর সময় ওই বাস দিঘার উদ্দেশে রওনা হবে। অন্যদিকে দিঘা থেকে শুক্রবার এবং শনিবার বেলা দু’টোর সময়ে কোচবিহারে বাস ফিরে আসবে। আলিপুরদুয়ার থেকে মঙ্গল ও শনিবার রওনা হবে এবং দিঘা থেকে বুধ ও রবিবার আলিপুরদুয়ারে আসবে। জলপাইগুড়ি থেকে বুধ ও শনিবার বিকেল চারটায় বাসটি রওনা হবে এবং দিঘা থেকে জলপাইগুড়ির উদ্দেশ্যে বৃহস্পতিবার ও রবিবার বেলা দু’টোয় বাস টি ফের রওনা হবে।

    শিলিগুড়ি থেকে বৃহস্পতিবার ও রবিবার বিকেল সাড়ে পাঁচটায় বাসটি দিঘা যাবে। সেখান থেকে শুক্রবার এবং সোমবার বেলা দুটো সময় শিলিগুড়ি আসবে। রায়গঞ্জ থেকে শুক্রবার এবং সোমবার সন্ধ্যা সাতটায় বাসটি দিঘার জন্য রওনা হবে। দিঘা থেকে শনি এবং মঙ্গলবার দুপুর ২.৩০ মিনিট নাগাদ রায়গঞ্জের দিকে রওনা দেবে। মালদা থেকে দিঘা শনি এবং মঙ্গলবার রাত ন’টার সময় বাস ছাড়বে। দিঘা থেকে মালদা রবি ও বুধবার বিকেল ৩টে বাসটি রওনা হবে।

    কোচবিহার থেকে দিঘা রুটে ভাড়া হতে পারে ২ হাজার ১৬০ টাকা। আলিপুরদুয়ার থেকে দিঘা রুটে ভাড়া হতে পারে ২ হাজার ১৪০ টাকা হতে পারে। মালদা থেকে দিঘা রুটে ভাড়া হতে পারে ১ হাজার ২০০ টাকার মত। রায়গঞ্জ ও শিলিগুড়ি রুটে এখনও ভাড়া নির্ধারিত হয়নি। বাকি রুটের ভাড়া অন্যগুলির মতোই হবে বলে জানা গিয়েছে।

    উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপ্লাই জানিয়েছেন, কটা দিন সময় লাগবে। তারপরই পরিষেবা চালু করা হবে। ভলভো বাস চালাতে প্রশিক্ষণপ্রাপ্ত চালকদের এজেন্সি থেকে নেওয়া হচ্ছে। পরবর্তীতে নিগমের চালকরাই এই বাস চালাবেন।

  • Link to this news (এই সময়)