• কর্মচারীর হাত-পা বেধে চম্পাহাটিতে সোনার দোকানে লুট দুষ্কৃতীদের
    এই সময় | ২১ মে ২০২৫
  • দুপুরবেলায় কর্মচারীর হাতে কিছুক্ষণের জন্য দোকানের দায়িত্ব ছেড়ে গিয়েছিলেন মালিক। ঘণ্টাখানেক বাদে দোকানে ফিরে এসে দেখেন সব উধাও। অভিযোগ, অজয় মণ্ডলের দোকান থেকে দুষ্কৃতীরা প্রায় ৪০ লক্ষ টাকার সোনার গয়না লুঠ করেছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি এলাকায়। বুধবার ভরদুপুরে সোনার দোকানে এমন ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।

    সূত্রের খবর, এ দিন দুপুরে কর্মচারী শম্ভুনাথ চৌধুরীকে দোকানে রেখে বাড়িতে খেতে গিয়েছিলেন অজয়। অভিযোগ, সেই সময়ে দোকানের সামনে দুটি মোটরবাইকে চেপে আসে তিন দুষ্কৃতী। এর পর দোকানে ঢুকেই দুষ্কৃতীরা লুটপাট চালাতে শুরু করে। শম্ভুনাথ তাদের বাধা দিলে দুষ্কৃতীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাঁর হাত-মুখ বেঁধে দেয়। অভিযোগ, কয়েক সক্ষ টাকা সোনার গয়না লুঠ করার পর দোকানের সিসিটিভি ফুটেজের হার্ডডিস্ক খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা।

    পুলিশ জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় শম্ভুনাথকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে গিয়েছিলেন সোনারপুর থানার পুলিশ ও বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। সোনারপুর থানার পুলিশ বলেন, ‘দুষ্কৃতীদের প্রত্যেকের মাথায় হেলমেট ছিল। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। আশেপাশের দোকানের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।’

    উল্লেখ্য, এইবারই প্রথম নয়। এর আগেও ২০২১ সালে এই দোকানে চুরির ঘটনা ঘটেছিল। কিন্তু সেই মামলার তদন্ত আজও সম্পূর্ণ হয়নি। জনবহুল এলাকায় এ রকম ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। এলাকাবাসীর পক্ষ থেকে পুলিশি টহল বাড়ানোর দাবি তোলা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

  • Link to this news (এই সময়)